জীবনের সবচেয়ে বড় ভুল “মেরি কম” এর চরিত্রে অভিনয় করা, বিস্ফোরক দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের সুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। আজ হলিউডেও তিনি নিজের জায়গা শক্ত করে নিয়েছেন। তিনি দেশবাসীর মন্ তো জয় করেইছিলেন, তেমনি তিনি বিদেশের দর্শকদের মন জিতে নিয়েছেন। তবে তিনি আজ সর্বস্তরে পৌঁছালেও নিজের শিকড়কে কিন্তু ভোলেননি। তিনি কীভাবে তাঁর ক্যারিয়ার জীবন শুরু করেছিলেন, তাও তিনি ভোলেননি। এবার তিনি নিজের কিছু সিদ্ধান্ত নিয়ে ভুল বলে অঙ্গীকার করলেন রিপোর্টারদের সামনে।

তিনি একটি ইংরেজী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি যখন বলিউডের ‘মেরি কমের বায়োপিক’ অভিনয় করেছিলেন। সেটা তাঁর করা একদমই উচিত হয়নি। কারণ তিনি একদমই মেরি কমের মত দেখতে নন। মেরি কম হলেন লিভিং লেজেন্ড। তাছাড়াও মেডিকম উত্তর-পূর্ব ভারতে বড় হয়েছে। আর তিনি নর্থ ইন্ডিয়াতে বড় হয়েছে, তাই তাঁর সাথে মেরি কমের সবকিছুই একদমই আলাদা।

প্রিয়াঙ্কা আরো বলেন, “আমি এরকম মানুষের চরিত্র অভিনয় করার লোভ সামলাতে পারেনি। তাই হয়তো অভিনয় করেছিলাম। আমার কাছে মেরি কমের চরিত্র অভিনয় করা চ্যালেঞ্জিংএর ব্যাপার ছিল। মেরি কমের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলাম। আমি প্রায় পাঁচ মাস ধরে বক্সিংয়ের ট্রেনিং নিয়েছিলাম। সেটি খুবই কষ্টকর ছিল আমার জন্য। তবে আমার মনে হয় উত্তর-পূর্বের কোন অভিনেত্রী মেরি কমের চরিত্রটি অভিনয় করলে, তাহলে সেটা আরো ভালো হতো।”

“কিন্তু আমি মেরিকমের বায়োপিকের জন্য যথেষ্ট প্রশংসা পেয়েছিলাম। তা সত্ত্বেও আমার এত বছর পরেও মনে হয় মেরি কমের মত মানুষের বায়োপিকে অভিনয় করার যোগ্যতা আমার নেই। তিনি যে লড়াইটা লড়েছিলেন, তার ছিটেফোঁটাও আমার জীবনে লড়াইয়ের সঙ্গে মেলে না। মেরি কম গোটা দেশবাসীর জন্য অনুপ্রেরণার উদাহরণ। কিন্তু আমি নই।” সম্প্রতি প্রিয়াঙ্কার হলিউডের ছবি “মেটরিক্স” মুক্তি পেয়েছে। প্রিয়াঙ্কার অভিনয়ের জন্য সবাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। প্রিয়াঙ্কাকে নিয়ে লেখালেখিও হচ্ছে বিদেশের ম্যাগাজিনে। তবে তাঁর এরকম সাক্ষাৎকার তাঁর ভক্তদের নজর কেড়েছে।