কৃষকের জমানো টাকা কেটে নষ্ট করলো ইঁদুর, ছিল সারা জীবনের পুঁজি

বর্তমানে ক্রমশ মূল্যবৃদ্ধির এই বাজারে ও মুদ্রাস্ফীতির এই সময়ে মানুষের পক্ষে অর্থ উপার্জন করা খুবই কঠিন। যদিও কিছু মানুষ এই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে কিছু টাকা সাশ্রয় করেন ; যাতে তারা বিপদের সময় ওই টাকা ব্যবহার করতে পারেন। কিন্তু যদি সে হঠাৎ করে প্রতারণার শিকার হয় বা যদি তার টাকা চুরি যায় তাহলে তার দুর্ভোগের শেষ থাকে না।

এরকমই এক ঘটনা ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের ইন্দিরানগরের ভেমানুর গ্রামে। এই গ্রামে রেড্ডি নায়ক নামে এক গরীব কৃষক থাকতেন। তিনি অনেক কষ্টে কিছু টাকা সাশ্রয় করেছিলেন তার পেটের অপারেশনের জন্য। সেই কারণে তিনি নিজে সবজি বিক্রি করে এবং আত্মীয়-স্বজনের কাছে থেকে প্রায় 2 লক্ষ টাকা জোগাড় করেছিলেন।

সেই টাকা একটা কাপড়ের ব্যাগের মধ্যে রেখে আলমারির ভিতরে রেখেছিলেন। কিছুদিন পরে যখন তিনি সেই আলমারি খুলে টাকা বার করতে যান তখন তার হুঁস উড়ে যায়। তিনি দেখেন যে তার সমস্ত টাকা ইদুরে কেটে খন্ড-বিখন্ড করে দিয়েছে। ইঁদুর সাধারণত মাঠে-ঘাটে থাকে ; বাড়ির কোণেও এদেরকে দেখা যায়। কিন্তু আলমারীর ভিতরে ঢুকে এভাবে তার এতো টাকার প্রায় দু’লাখ সেই টাকা নষ্ট করে দেবে সেটাই অবাক ঘটনা।

তার সারা জীবনের সাশ্রয় এই রকম ভাবে শেষ হয়ে গেল। এটা ঘটনায় তার চেতনা ভেঙে পড়ে। কিন্তু তবুও তিনি হার মানেন না। এরপর তিনি বিভিন্ন ব্যাংকের দ্বারস্থ হন। কিন্তু ব্যাংক তাকে বলে যে পুরনো ছেঁড়াফাটা নোট প্রতিস্থাপন করা যেতে পারে। কিন্তু ইদুরে কাটা নোট এরকমভাবে প্রতিস্থাপন করার কোনো বিকল্প নেই। যদিও স্থানীয় কিছু ব্যাবসায়িক সংস্থা তাকে বিষয়টি নিয়ে আর বি আই এর দ্বারস্থ হতে বলেছেন কিন্তু তা কতটা কার্যকরী হবে তার সম্ভাবনা নগণ্য।