গরিব বাচ্চাদের জন্য শিক্ষা চাই, বাসকে চলন্ত স্কুলে পরিণত করলেন মুম্বাইয়ের যুবক

গত তিন বছরে কোভিড-১৯ মহামারীতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিক্ষা ক্ষেত্রে। এরকম পরিস্থিতিতে মুম্বাইয়ের একজন সমাজকর্মী, যার নাম অশোক কুর্মি। তিনি একটি বাসকে শ্রেণিকক্ষে রূপান্তরিত করেছেন। তিনি সুবিধাবঞ্চিত ছাত্রদের জন্য তাঁর বাসটিকে স্কুলে পরিণত করেছেন। এখন স্কুল ছুটি থাকার জন্য অনলাইনে ক্লাস হলেও দরিদ্র শ্রেণীর ছাত্র-ছাত্রীদের হাতে মোবাইল নেই। তাই তারা পড়াশোনা করার সুবিধা পাচ্ছিল না।

এই কারণেই অশোক বাসটিকে স্কুলে পরিণত করেছেন। আসলে বাসটি অলস হয়ে পড়েছিল। তিনি উতপাদনশীল কিছু করতে চেয়েছিলেন। তাই যারা অনলাইনে শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল, তাদেরকে লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন। তাঁর শ্রেণীকক্ষের বেশিরভাগ ছাত্র ছাত্রী হল ফুটপাতের ছেলে মেয়েরা বা বস্তির। তাদের জন্য ভার্চুয়াল ক্লাস বা অনলাইন ক্লাস অনেক দূরের কথা।

তাই তিনি এরকম উদ্যোগ নিয়েছেন। যাতে তাদের একটু হলেও সাহায্য হয়। তাঁকে সাহায্য করেছে তাঁর বন্ধুরা। তাছাড়াও অশোক মহামারী চলাকালীন মাস্ক বিতরণ করেছিলেন। তা ছাড়াও তিনি স্পাইডারম্যানের পোশাক পড়ে মুম্বাইয়ের পাবলিক প্লেস পরিষ্কার করে থাকেন। তাছাড়াও ডোরেমনের পোশাক পড়ে বস্তিবাসীদের বিনামূল্যে চুল কেটে থাকেন।

ভারতের বেশিরভাগ রাজ্যে ছাত্রদের ডিজিটাল ডিভাইসের কোন সুবিধা নেই। তার মধ্যে প্রথম রাজ্য হল বিহার। বিহারে ২.৯৬ কোটি বেশি ছাত্রদের ডিভাইস অ্যাক্সেস নেই। তাছাড়াও দিল্লি, জম্বু কাশ্মীর, মধ্যপ্রদেশ, পাঞ্জাবে ২.৯৬ কোটির মতো পড়ুয়ার ঘরে অনলাইনে পড়ার সুবিধা নেই। এছাড়াও অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও মনিপুরের মত রাজ্যগুলোতে নেট ডেটা এখনও অতটাও উপলব্ধি নেই। তাই অশোক কুর্মি মুম্বাই শহরে দরিদ্র শিশুদের জন্য এরকম একটি উদ্যোগ নিয়েছেন। তাঁর এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানাচ্ছে।