পেট্রোল ছাড়াই কেবলমাত্র কাঠ পুড়িয়ে গাড়ি চালাল যুবক! দেখুন সেই অবাক করা ভাইরাল ভিডিও

ভারত এমন একটা দেশ যেখানে লোকজন বাঁশ দিয়ে বুর্জ খলিফা বানিয়ে দিতে পারে। বলার তাৎপর্য, ভারতের যুবকরা অব্যবহৃত জিনিসের সঠিক ব্যবহার কিভাবে করতে হয় তা বেশ ভালোই জানে। এরই তাজা উদাহরণ মিলেছে। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় হচ্ছে, একজন যুবক কাঠ দিয়ে বাইক চালাচ্ছেন। ওই যুবকটি হলো জুগারদের সদস্য।

গত কয়েক বছর ধরে পেট্রোলের দাম আকাশছোঁয়া। দাম কমার পরিবর্তে দাম দিনে দিনে বেড়েই চলেছে। অনেকে পেট্রোল এর বিকল্প খুঁজছেন। আবার অনেকে ব্যাটারিচালিত গাড়ি ব্যবহার করছেন। কিন্তু এবার আপনাদের জানাব কিভাবে পেট্রোল ছাড়াই বাইক চালাচ্ছে ওই যুবক। এজন্য প্রথমে কাঠ এনে সেটা পুড়িয়ে ফেলছে সে। কাঠটিকে বাক্সের মধ্যে রাখতে হবে। এরপর জেনারেটর যুক্ত করতে হবে।

এবার কাঠ গরম হয়ে গ্যাস তৈরি করবে। এই গ্যাস টিউবে ভরে বাইকে রাখতে হবে। এই গ্যাস দিয়ে বাইক চলতে শুরু করলো জুগাড় দলের ওই যুবকটি। তার কান্ড দেখে শুধু সাধারণ মানুষই নয়, মোটর মেকানিকরাও বিস্মিত। সম্প্রতি এরকম ভিডিও সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে অনেকে এটাকে ভুয়োও বলছেন। ভুয়ো হোক বা সঠিক হোক এরম বিরল দৃশ্য মানুষ আগে কোনো দিন দেখেননি।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। প্রচুর শেয়ার হয়েছে। প্রচুর লাইক এবং কমেন্টও পড়েছে ভিডিওতে। অনেকে মন্তব্য করেছেন, ‘কি চমৎকার জুগাড় হ্যায় ভাই।’ আরেকজন লিখেছেন, ‘আজকের যুগে এটার বেশি প্রয়োজনীয়তা।’ আবার আরেকজন কমেন্ট লিখেছেন, ‘দেশের জুগাড়ু মানুষের অভাব নেই।’ তবে ভিডিওটি ইতিমধ্যে প্রচুর লোক দেখে নিয়েছেন।