স্কুলের মুখ দেখেননি এই ঠাম্মা, আজ নিজের কিচেন থেকে উপার্জন করছেন লক্ষ লক্ষ টাকা

মানুষের শেখার ও নতুন কিছু করার কোনো বয়স হয় না। যদি সঠিক ধৈর্য ও অধ্যবসায় থাকে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসেও অনেক মানুষ তাদের জীবনটাকে এক নতুন মোড় দিতে পারে। এরকম একজন হলেন মহারাষ্ট্রের এক ঠাম্মা সুমন ধামনে। এই বৃদ্ধার জন্ম হচ্ছে নগর পুনে রোডের সুপা গ্রামে। তারা ছিলেন 4 ভাই ও পাঁচ বোন।

শৈশবে তিনি তার মায়ের কাছ থেকে এবং বিবাহের পর তার শাশুড়ি মায়ের কাছে থেকে রান্না শেখেন। করোনা সময়ে তার অষ্টম শ্রেণীতে পড়া নাতি যশ শুধুমাত্র সময় কাটানোর জন্য একটা ইউটিউব চ্যানেল খুলেছিল। পরে সে তার ঠাম্মার তৈরি রান্নার ভিডিও ইউটিউব চ্যানেলটিতে পোস্ট করতে থাকে। আজ তার চ্যানেলে 150 এর বেশি বেশি ভিডিও রয়েছে।

প্রথম মাসেই সাবস্ক্রাইবার এক লাখ হয়। বর্তমানে ইউটিউব থেকে তিনি এক থেকে দেড় লাখ টাকা আয় করেন। তার হস্তশিল্প মহারাষ্ট্র জুড়ে ব্যাপক প্রসিদ্ধ। বর্তমানে তিনি আহম্মদ নগর থেকে দশ কিলোমিটার দূরে সরলা কাসার গ্রামে থাকেন। ঠাম্মার প্রথম ভিডিওটি ছিল ক্যারামেলাইজড ভেজিটেবিল এর উপর।

তার ভিডিওর শুরুটা তিক্ত হলেও শুরুর কারণটা মিষ্টি ছিল। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে 11 লাখ 80 হাজার। কিন্তু মাঝে তিনি হ্যাকিংয়ের কবলে পড়েন এবং মানসিকভাবে এতটাই ভেঙ্গে পড়েছিলেন যে তিনি খাবার খাওয়া ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তার নাতি অনেক কষ্টে চ্যানেলটিকে ফিরিয়ে আনে। এরপর তিনি তার সাবস্ক্রাইবার নাতি-নাতনিদের সাথে সাক্ষাৎ করেন।

তাঁর রান্নার বিশেষত্বটি হচ্ছে তার হাতে তৈরি বিশেষ মসলা। ঠাম্মা ও নাতির এই ইউটিউব চ্যানেলটি ইউটিউব থেকে একটা গোল্ডেন প্লে বাটনও পেয়েছেন। শুরুতে ঠাম্মা ভিডিওর সামনে আসতে অনেক ভয় পেতেন। কিন্তু আস্তে আস্তে সেই জড়তা কাটিয়ে আজকে তিনি সকলের বিশেষ ঠাকুমা হয়ে উঠেছেন।