মাত্র ৮ বছর বয়সে উপন্যাস লিখে সকলকে হতবাক করল মার্কিন শিশু, বই পড়তে লম্বা লাইন পড়ুয়াদের

বয়স কোনো বাধাই নয় একজন লেখকের ক্ষেত্রে। যেকোনো বয়সেই কোন কিছু লেখা সম্ভব। শুধু সেরকম ভাবনার ক্ষমতা থাকতে হবে। এবার একজন ৮ বছর বয়সী বাচ্চা সেটি করে দেখালো। বই লিখে সে এখন ব্যাপকহারে পরিচিতি পেয়েছেন। আসুন পুরো বিষয়টি জেনে নিন।

বাচ্চাটির নাম হল ডিলন হেলবিগ। সে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে। সে সবসময় একটা নোটবুক নিয়ে ঘুরতো এবং সেখানে অনেক কিছুই লিখে রাখত। যদিও ব্যাপারটি জানাজানির আগে তাঁর নোটবুকটি নিয়ে কেউই তেমন আগ্রহ প্রকাশ করেননি। তবে তাঁর লেখায় তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তুলল। ডিলন জিতে নিল ‘হুডিনি’ পুরস্কার এবং পুরো বিশ্বের মধ্যে ডিলন হলো সেরা ইয়ং রাইটার।

ডিলন মাঝেমধ্যেই তাঁর ঠাকুমার সাথে তাঁরা যে এলাকায় থাকেন, সেই এলাকার লাইব্রেরীতে যেত। সব সময় তাঁর হাতে লাল নোটবুকটা থাকত। সেই নোটবুকটা সে হঠাৎ একটু বুদ্ধি করে লাইব্রেরী children’s বিভাগে রেখে ছিল। সে সেটা ঠাকুরমাকেও জানায়নি। পুরো ২ দিন পরে তাঁর ঠাকুমাকে সেটি জানতে পারেন। তিনি তো সব শুনে পুরো অবাক। তিনি তখন নোটবুকটি আনতে লাইব্রেরীতে গেলেন।

সেখানে গিয়ে তিনি আরো হতবাক হয়ে গেলেন। কারণ তাঁর নাতির লেখা নোটবুকটি হাজার হাজার মানুষ পড়ছে। কেউ কেউ পড়ার জন্য হাজিরার অগ্রিম বুকিংএ নাম লেখাচ্ছে। সেই নোটবুকে সে যা লিখেছিল তা পুরো একটা উপন্যাস, পুরো ৮৮ পৃষ্টা। সে ক্রিসমাসের কাটানো দিনগুলোর কথা লিখেছে। শুধুই লেখেনি তার সাথে অনেক ছবিও এঁকেছে। উপন্যাসটির নাম দেওয়া হয়েছে ‘The Adventures of Dillon’s Crismis’. তবে এতো কিছু হয়ে গেলেও ছোট্ট ডিলন কিন্তু নিজের মতই রয়েছে। হয়তো এতটা জনপ্রিয়তা সে এখনো ছোটো বলে বুঝতে পারেনি।