৬৫ বছরের ছেলে কেটে দিচ্ছে ৯৮ বছরের বৃদ্ধ মায়ের পায়ের নখ, ইন্টারনেটে ভাইরাল ছবি

আজকালকার দিনে সন্তানরা তাদের পিতা-মাতাকে দেখার জন্য সময় পায়না। যাদের জন্য তারা এই পৃথিবীতে আলো দেখলো, একটু একটু করে হাঁটতে শিখলো সেই মানুষগুলোর কথা তাদের ভাবার একদমই সময় নেই। তাদের মাতা-পিতা কেমন আছে? তারা কি সুস্থ আছে? এটুকু জিজ্ঞাস করার সময় তাদের কাছে নেই। তার উপরতো বৃদ্ধাশ্রম আছেই, যদি সেই মাতা-পিতাকে বোঝ মনে হয়, তাহলে বৃদ্ধাশ্রমে নম্বর খুঁজে সেখানে পাঠিয়ে দেওয়া।

https://www.facebook.com/1829044436/posts/10215803383157396/

তবে ব্যতিক্রমী একটা ফটো সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ৬৫ বছরের একজন ব্যক্তি, তাঁর ৯৮ বছর বৃদ্ধা মায়ের পায়ের নখ কেটে দিচ্ছে। মায়ের প্রতি ছেলের ভালোবাসা ফুটে উঠেছে ছবিটিতে । ছবিটিতে ইতিমধ্যে লাইক, শেয়ার এবং কমেন্টএর বন্যা বয়ে গিয়েছে।

ছবিটি শেয়ার করেছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা আবরানীল মালাকার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ক্যাপশানে তিনি লিখেছেন, “আমার দেরি করে ওঠার অভ্যাস প্রতিদিনের। কিন্তু হঠাৎ আজ সকালে ঘুম ভেঙে গেছিলো, ঘুম চোখে দেখলাম একজন ৬৫ বছর বয়সী ব্যক্তি, একজন ৯৮ বছর বয়সী বৃদ্ধা মহিলার পায়ের আঙ্গুলের নখ কেটে দিচ্ছে। সেই ৬৫ বছর বয়সী ব্যক্তি হলেন আমার বাবা এবং ৯৮ বছরের বৃদ্ধা মহিলাটি হলেন আমার দাদী। এই ছবিটি শেয়ার না করে আমি আর থাকতে পারলাম না।”

আবিরনীলের পোস্ট করা ছবিটি ইতিমধ্যে দেড় হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন। হাজার হাজার মানুষের লাইক ও কমেন্ট ইতিমধ্যে পড়ে গিয়েছে। তবে মানবিকতার খাতিরে একটা প্রশ্ন সবার কাছেই আছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফটোতে হয়তো ভালোবাসা দেখানো বা লাইক দেওয়া কোন ব্যাপার নয়। কিন্তু ঠিক কতজন সোশ্যাল মিডিয়ার ফটোর মতোই তাদের বাবা-মার যত্ন নেন? বা জিজ্ঞেসা করে তারা একাকীত্ব বোধ করছে কিনা।