সত্যিই কী ২০২২ অভিশপ্ত! বছর শুরু হতে না হতেই মাত্র ২ মাসে পৃথিবীর মায়া ত্যাগ ৫ জন প্রতিভাবান শিল্পীর

নতুন বছর শুরু হয় নতুন আশা , নতুন আকাক্ষা, নতুন কিছু করার ইচ্ছে নিয়ে। তবে ২০২২ সালটা একেবারে বিপরীত। একের পর এক কিংবদন্তি সঙ্গীত শিল্পী হারিয়ে যাচ্ছেন। যা দেশের মানুষের শোকময় ব্যাপার। আসুন আজ জেনে নিন, এমনি ৫ জন সঙ্গীত শিল্পীর নাম। যারা নতুন বছর শুরুর ২ মাসের মধ্যে মারা গিয়েছেন।

১. নারায়ণ দেবনাথ –

বাঙালি প্রতিভাবান ব্যক্তি হলেন নারায়ন দেবনাথ। একটা সময়ে ছোটদের কার্টুনের চরিত্রগুলোকে বানাতেন। সেই মানুষটি ৯৭ বছর বয়সে এই বছরের ১৮ই জানুয়ারি মারা গিয়েছেন। শুধু রেখে গেছেন তাঁর স্মৃতি গুলো।

২. বিরুজ মহারাজ –

ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের প্রবল প্রতিভাবন ব্যক্তি হলেন বিরুজ মহারাজ। তাঁকে কত্থক সম্রাট বলা হতো। এবছর তিনি মারা গিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

৩. লতা মঙ্গেশকর –

এ বছরই সুরের দেবী লতা মঙ্গেশকর চিরতরে বিদায় নিয়েছেন। শুধু রেখে গেলেন তাঁর চির স্মরণীয় কিছু স্মৃতি হিসেবে, তাঁর অজস্র গান। তাঁর মৃত্যুতে সঙ্গীত মহল পুরো শোকস্তব্ধ।

৪. সন্ধ্যা মুখোপাধ্যায় –

এই মানুষটির কিছু চিরস্মরণীয় গান, যা কখনোই মানুষ ভুলবে না। তিনি বেশ কিছুদিন ধরেই খুবই অসুস্থ ছিলেন। গতকাল, ৯০ বছর বয়সে তিনি প্রয়াত হলেন।

৫. বাপ্পি লাহিড়ী –

আজ সকালেই প্রয়াত হলেন আরেক প্রতিভাবান সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তাঁর মৃত্যুটা অনেকেই মেনে নিতে পারছেন না।