মাত্র ১৬ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন কে হারিয়ে দাবা খেলার ইতিহাস গড়লো পোলিও আক্রান্ত বাবার ছেলে

ভারতের একটি বিখ্যাত খেলা হলো দাবা। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও দাবা খেলতে খুবই পছন্দ করেন। দাবা শুধুমাত্র দেশে নয়, আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত প্রিয় খেলা বেশিরভাগ দেশের। প্রতিবছর দাবার টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে। কিন্তু করোনার জন্য এখন অনলাইনে টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

সম্প্রতি অনলাইনে ‘দ্রুত দাবা টুর্নামেন্ট’ অংশগ্রহণ করেছিলেন ভারতের তরুণ R. prgananda. তাঁর বয়স মাত্র ১৬ বছর। তিনি অষ্টম রাউন্ডে নরওয়ের চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করেন। ভারতের এই তরুণের দাবা খেলার দক্ষতা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড়দের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি এই প্রতিযোগিতার আগেও বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এবং পি হরিকৃষ্ণকে হারিয়েছেন।

তিনি ২০১৮ সালে জাতীয় স্তরের দাবা টুর্নামেন্টএ অংশগ্রহণ করেছিলেন। সেই প্রতিযোগিতাতেও তিনি তাঁর প্রত্যেক প্রতিপক্ষকে পরাজিত করে জিতেছিলেন। এবার তিনি বিশ্বচ্যাম্পিয়ানকে হারিয়ে গ্র্যান্ডমাস্টার খেতাব জিতে নিয়েছেন। তিনি শুধু পরিবারের নাম উজ্জ্বল করেননি, তিনি দেশের জন্য গর্ব বয়ে এনেছেন। তিনি এই প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টারের তালিকায় পঞ্চম স্থানে উপস্থিত হয়েছিলেন।

প্রগানন্দের দাবা খেলা শুরু হয়েছিল তাঁর দিদি বৈশালীর থেকে। তাঁর দিদির কার্টুনের প্রতি মনোযোগ বাড়ার জন্য তাঁদের বাবা-মা তাঁর দিদিকে দাবার খেলাতে ভর্তি করে দিয়েছিল। তখন তিনিও তাঁর দিদির সাথে দাবা খেলতে শুরু করেন। আসতে আসতে তাঁর দাবার প্রতি আগ্রহ বেড়ে যায়। তিনি পুরো খেলাটাকেই আয়ত্ত করে ফেলেন।