এই মিস্ত্রির সামনে বড়ো বড়ো ইঞ্জিনিয়ারও ফেল, ইট ছাড়াই বানিয়ে দেন পাকা বাড়ি

প্রত্যেক মানুষই চায় তার বাড়ি সজ্জিত, সুন্দর ও দুর্দান্ত হোক। কারণ মানুষ বাড়ি একবারই তৈরি করে। আর সে সেই মানুষটি আর্থিক দিক থেকে স্বচ্ছল হলে সে পাকা বাড়িই পছন্দ করে। কারণ পাকা বাড়ির টেকসই কাচা বাড়ির থেকে অনেক বেশি।

কিন্তু বর্তমানে পাকা বাড়ির প্রধান উপাদান ইটের দাম যেভাবে আকাশছোঁয়া, তাতে সব মানুষ ইটের ব্যবহার করতে পারছেন না। কিন্তু সম্প্রতি এক নতুন ঘটনা সামনে এসেছে যা ইট ছাড়াই মানুষের পাকা বাড়ির এই স্বপ্নকে সত্যি করতে পারে। এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে। যেখানে একজন কাঠমিস্ত্রি ইট ছাড়াই তার পাকা বাড়ি তৈরি করেছেন।

ভাগলপুরের ঘোঘার পান্নুচাক এলাকার দিলদার পুরের বাসিন্দা হচ্ছেন এই কাঠমিস্ত্রি যার নাম হচ্ছে গণপত শর্মা। এই বাড়িটির ছাদ তিনি ঢালাই করেছেন যায় দুটি রুম আর একটা বারান্দা রয়েছে। বাড়ির দেওয়াল হচ্ছে 4/5 ইঞ্চি পুরু। সম্পূর্ণ বাড়িটিকে তিনি নিজেই তৈরী করেছেন। এজন্য তিনি কোনো শ্রমিককের সাহায্য নেননি।

বালি ও সিমেন্ট দিয়ে শুধুমাত্র কাঠের ফ্রেম এর সাহায্যে তিনি এই বাড়ি তৈরি করেছেন। বাড়িটি তৈরি করতে তার 18 মাস সময় লেগেছে। ইটের ব্যবহার না করার ফলে এই বাড়ি তৈরির খরচ 30 থেকে 35 শতাংশ কমে গেছে। এক প্রতিবেদনে তিনি বলেছেন যে ইটের টাকা মেটানোর জন্য যথেষ্ট টাকা না থাকায় তিনি এই অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন। তার এই বাড়িটি এতটাই আশ্চর্যের যে দুর-দুরান্ত থেকে মানুষ শুধু যে তার এই বাড়িটিকে দেখতেই আসছেন তাই নয় তার এই বাড়ি তৈরীর কৌশলও জানতে চাইছেন।