একি! এক বাঘের ৩ টি মাথা, ফটোগ্রাফারের ছবি তোলার প্রতিভা দেখে প্রসংশায় মুখরিত নেটজনতা

চিতা বাঘ তো সবাই দেখে থাকবেন। না না জঙ্গলে গিয়ে দেখার কথা বলছি না। চিড়িয়াখানায় দেখার কথা বলছি অথবা ফটোতে তো দেখেছেন। তবে আজ আপনাদের সাথে এমন এক চিতা বাঘের কথা বলবো, যার একটা মাথা নয়, তিন তিনটে মাথা এবং তিনটি ভিন্ন দিকে তাকিয়ে আছে। এই চিতা বাঘটি প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটে চলে।

এই ফটোটি তুলেছেন ওয়াল্ডলাইফ ফটোগ্রাফার পল গোল্ডস্টেইন। তিনি কেনিয়ার মাসাই মারা জাতীয় উদ্যানে উইম্বলডন থেকে ছবিটি তুলেছেন। পল ফেসবুকে ফটোটা শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে আশ্চর্যজনক ছবি তোলার আনন্দ বর্ণনা করেছেন তিনি লিখেছেন এই ধরনের মুহূর্তগুলো খুবই মনমুগ্ধকর। যদিও এই ছবিটি মুহূর্তের মধ্যে ব্যাপক হারে ভাইরাল হয়ে গিয়েছে।

ছবি ভাইরাল হয়েছে:

এই ছবিটি এমন ভাবে তোলা হয়েছে, যেন মনে হচ্ছে একটি চিতা তিনটি মাথা নিয়ে তিনটি ভিন্ন দিকে তাকিয়ে আছে। পল এই ফটো ক্লিক করার জন্য ৭ ঘন্টা বৃষ্টিতে কাটিয়েছেন। পলের পোস্টে এখনও পর্যন্ত ২.১ হাজার লাইক পড়েছে। শেয়ার হয়েছে ১৫০ টির বেশি। সবাই পলের প্রশংসা করেছেন। অনেকে বলছেন তাঁর পারফেক্ট সময়ে ফটো তোলার দক্ষতা এবং ধৈর্যএর প্রশংসা করছেন।

চিতা বিলুপ্ত হয়ে যাচ্ছে:

সমগ্র বিশ্বের মধ্যে আফ্রিকার জঙ্গলেই কয়েকটি চিতা বাঘ রয়েছে। এই প্রজাতি হলো বড়ো বিড়ালের। যদিও এই প্রজাতির প্রাণীকে খুব একটা এখন দেখা যায়। এই প্রজাতিটিকে রাতের বেলায় দেখতে পায় না। তাই তারা দিনের বেলায় শিকার করে থাকে। তবে এরা গাছে উঠতে পারে না।