দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে এই বছরই মুক্তি পেতে চলেছে বলিউড সহ দক্ষিণী একাধিক সিনেমা

গত দু’বছরে কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর যেমন আয়ের এফেক্ট রয়েছে, তেমনই বক্সঅফিসের ওপর এর প্রভাব পড়েছে। বিগত ২,৩ বছরে সুপারহিট অভিনেতাদের মুভি দর্শকরা দেখতে পাননি। তাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, আমির খান, রনবির কাপুর, হৃত্বিক রোশন ও প্রভাস। অবশেষে নতুন বছরে তাঁদের সিনেমা আসতে চলেছে। জেনে নিন এ বছরে সুপারস্টার অভিনেতাদের কি কি সিনেমা বক্স অফিসে মুক্তি পেতে চলেছে।
১. শাহরুখ খান – বলিউডের কিং খানকে বড় পর্দায় দু-তিন বছর দেখা যায়নি। তাঁর শেষ ছবি ‘zero’ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। নতুন বছরে তাঁর ‘পাঠান’ ছবিটি মুক্তি পেতে চলেছে। তা ছাড়াও সালমান খানের ‘টাইগার3’ সিনেমাতে শাহরুখ খানকে অভিনয় করতে দেখা যাবে। তিনি ক্যামিও চরিত্রটি অভিনয় করবেন।
২. হৃত্বিক রোশন – বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং অসাধারণ তাঁর নাচের স্টাইল নিয়ে নিজের জায়গা শক্তপোক্ত করে নিয়েছে হৃত্বিক রোশন। তাঁর শেষ ছবি ‘Super30’, ‘War’ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। তারপর তাঁকে এই কটা বছর বলিউডে আর দেখা যায়নি। তবে নতুন বছরে তামিল অ্যাকশন ‘বিক্রম ভেধার’ হিন্দি রিমিকে অভিনয় করতে চলেছেন হৃত্বিক রোশন।
৩. আমির খান – বলিউডে এমন একজন অভিনেতা আমির খান, যিনি যে কোন চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছেন। নব্বই দশক থেকে তিনি তাঁর অভিনয়ের ক্যারিয়ার জীবন শুরু করেছিলেন। তবে ২০১৮ সালে তাঁর শেষ ছবি ‘থাগস অফ হিন্দুস্তান’ মুক্তি পেয়েছিল। তারপর কিছু বছর বিরতিতে ছিলেন তিনি। অবশেষে নতুন বছরে ১৪ই এপিল তাঁর ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি মুক্তি পাবে।
৪. প্রভাস – তামিল সুপারস্টার অভিনেতা প্রভাস ‘বাহুবলী’ সিনেমার মধ্য দিয়ে তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের সামনে তুলে ধরেছিলেন। ২০১৯ সালে তাঁর ‘সাহো’ ছবিটি মুক্তি পেয়েছিল। নতুন বছরে তাঁকে ‘রাধে রাধে’ ছবিটিতে দেখা যাবে।
৫. রণবীর কাপুর – তিনি ২০১৮ সালে ‘সঞ্জু’ সিনেমার পর এই কটা বছর বিরতি নিয়েছিলেন। তবে বলিউডের এই অভিনেতার ‘শ্যামশেরা’, ‘ ব্রম্ভাস্ত্র’ ছবি আসতে চলেছে নতুন বছরে।