ইসরোর মেগাপ্ল্যান: ২০২২ সালের মধ্যে হবে সমুদ্র থেকে সূর্য সব জয়, হতবাক পুরো বিশ্ব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমল থেকে ভারতীয় মহাকাশের কর্মসূচি যত দিন যাচ্ছে তত উন্নতির পথে এগোচ্ছে। এরকম ধারণা করা হচ্ছে ২০২২ সালে গোটা বিশ্ব, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার কাছে মাথা নোয়াবে। বলাই বাহুল্য ২০২২ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এমন কিছু উপস্থাপন করবে পুরো বিশ্বের সামনে যাতে ভারতের নাম উজ্জ্বল হয়।

সংবাদ সংস্থা IANS রিপোর্টের খবর অনুযায়ী, ভারতীয় মহাকাশ মিশন প্রোগ্রাম এবছরে তাদের প্রথম মিশনের নাম হবে ‘গগনযান’। ভারতীয় মহাকাশ সংস্থা আরো দুটো মিশন চালু করবে, সেগুলি হবে মনুষ্যবিহীন মিশন। মিশনগুলোর মধ্যে রয়েছে ভেনাস মিশন, সোলার মিশন এবং স্পেস মিশন। এতদিন পর্যন্ত ভারতীয় মহাকাশ শিল্পটি সরকারি খাতের অন্তর্ভুক্ত ছিল। তবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২২ সালে মহাকাশে শিল্পটি বেসরকারি খাতের অন্তর্ভুক্ত করা হবে।

বেসরকারি খাতে অন্তর্ভুক্ত করার জন্য ভারত সরকার এবছরই এফডিআই সংক্রান্ত সমস্ত নিয়ম পূরণ করবে। ভারতীয় মহাকাশ সংস্থা আমদানির হয় বিশ্ববাজারে ৩৬০ বিলিয়ন ডলারেরও বেশি টাকায়। কিন্তু যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে ভারতীয় মহাকাশ কর্মসূচি। আশা করছেন মহাকাশ বিজ্ঞানীরা যে ২০৪৪ সালে ৩৬০ বিলিয়ন ডলারের জায়গায় সেটি ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।

 

প্রতিটি গগনযান মিশনের জন্য ব্যয় হবে ৯ হাজার ২৩ কোটি টাকার মতো। আগত দিনগুলি ‘গগনযান’ মিশনগুলো সাফল্য পেলে দেশের জন্য বিশ্বের সামনে কৌশলগত গুরুত্ব আসতে চলেছে। এখনো পর্যন্ত যেসব স্যাটেলাইটগুলো মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে ইতিমধ্যে, সেই স্যাটেলাইটগুলো কোন মানুষ নিয়ে মহাকাশে পৌঁছায়নি। তবে ভবিষ্যতে গগনযানের মাধ্যমে চারজন নভোচারীকে মহাকাশে পাঠানো হবে বলে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমনি রিপোর্ট মুতাবিক শোনা যাচ্ছে।