তুষারপাতের ফলে আটকে গিয়েছিল রাস্তা, JCB চালিয়ে কনেকে আনতে গেল বর, হাঁ হয়ে দেখল বরযাত্রীরা

বিবাহ বা বরযাত্রী নিয়ে মানুষের মধ্যে একটু আলাদাই উত্তেজনা দেখা যায়। বরের যাত্রার জন্য, টপ মডেল লাগজারি চার চাকা থেকে শুরু করে ঘোড়ার গাড়ি পর্যন্ত, প্রায় সবই লক্ষ করা যায়। এছাড়াও খুব ধনী কিছু ব্যাক্তিদের হেলিকপ্টারেও বর যাত্রীর খবর শোনা যায় কখনো কখনো। কিন্তু আজ যে ‘বর’ আলোচনায় রয়েছেন তার বারযাত্রীর কথা শুনলে হয়তো অবাক হবেন আপনিও।

ঘটনাটি হিমাচল প্রদেশের সিরমাউর জেলার। খবর অনুযায়ী হিমাচল প্রদেশে তখন প্রায় প্রবল বৃষ্টি হচ্ছিল। ফলে রাস্তায় বরফের পুরু আস্তরণ জমে গিয়েছিলো। তুষারপাতের কারণে মানুষের চলাচলও বন্ধ হয়ে গেছে প্রায়। বরযাত্রী ‘জাভাগা’ গ্রাম থেকে ডিগ্রী কলেজ সংগ্রাহ সংলগ্ন সানফার গ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু এই সড়কে প্রায় তিন ফুট বরফ জমে আট কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিলো।

কনের বিদায়ও জেসিবিতে

প্রথমে বরযাত্রীর পক্ষ থেকে বরফ সরানোর চেষ্টা করলেও, সেই পথ পরিষ্কার করা সম্ভব হয়নি। অবশেষে সমাধান হল ‘জে. সি. বি'(JCB), বাধ্য হয়ে বর জেসিবিতে করেই তার যাত্রা শুরু করেছিল। পাত্র ‘বিজয় প্রকাশ’, ভাই সুরেন্দ্র, বাবা জগৎ সিং, ভাগচাঁদ এবং ফটোগ্রাফার সহ প্রায় অর্ধ ডজন লোক জেসিবিতে চড়ে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাতওয়া গ্রামে পৌঁছেছিলেন।

রাতভর অন্যান্য লোকজন মেশিনের সাহায্যে বরফ পরিষ্কার করে। এরপর পরের দিন সকাল নাগাদ বাকি বরযাত্রী পৌঁছেছিল। তারপর শুরু হয় বিয়ের আনুষ্ঠানিক নিয়ম রীতি। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর, দীর্ঘ ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঐ জেসিবি মেশিনে করেই নতুন বধূ(কোনে) সহ বর(পাত্র) বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।