TCS, Wipro,Infosys-এ নিয়োগ করা হচ্ছে ২ লাখেরও বেশি ফ্রেশার্স কর্মী,আবেদন সহ একাধিক তথ্য জানতে

নতুন বছরে ভারতবাসীর জন্য নতুন খবর নিয়ে হাজির হয়েছে দেশের তিনটি বড় আইটি সংস্থা। এই সংস্থাগুলিকে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রার্থী নিয়োগ করা সম্পূর্ণ করা হবে, তা জানিয়ে দিয়েছেন এই সমস্ত আইটি সংস্থাগুলো। এই সমস্ত সংস্থা বেসরকারি হলেও এখানে জবে ঢুকলে সরকারি মাফিক সমস্ত সুযোগ সুবিধা এবং নিরাপত্তা দেওয়া হয়ে থাকবে।

এই তিনটি আইটি সংস্থা হলো TCS(Tata Consultancy Service), Wipro এবং Infosys.
এই তিনটি সংস্থা হলো দেশের সবচেয়ে বড় আইটি সংস্থা। সবাই এখানে চাকরি পাওয়ার জন্য হন্যে হয়ে প্রতিবছরই চেষ্টা করে থাকেন। অনেকের এটাও ধারণা টাটায় চাকরি হলে সরকারি চাকরির মতোই নিরাপত্তা পাওয়া যাবে। তাই নতুন বছরে TCSএ কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে। ১ লক্ষ যোগ্য কর্মচারীকে চাকরি দেবে TCS, এমনই এই সংস্থা ঘোষণা করেছেন।

TCS ৪৪ টি দেশে নিজেদের আধিপত্য বিস্তার করে নিয়েছেন। এখানে জব করছেন ৫ লক্ষের বেশি মানুষ। তবে এখান থেকে প্রতিবছর প্রচুর কর্মী চাকরি ছেড়ে দেন। সেই সব পদে পূরণ করার উদ্দেশ্যেই TCS এখন কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছেন। এখানে চাকরি করতে গেলে নূন্যতম যোগ্যতা স্নাতক হতে হবে। তবে fresher এবং অভিজ্ঞ ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

Wipro আইটি সংস্থা গ্লোবাল গ্যাজুয়েট হায়ারিং প্রোগ্রামে কর্মী নিয়োগ করা হবে। প্রায় ৫৫ হাজার কর্মী নেওয়া হবে। তাছাড়াও এই আইটি সংস্থা জানিয়েছে, ২০২৩ সালের মধ্যে আরো ৩০ হাজার কর্মী নিয়োগ করা হবে। তবে এখানে আবেদন করতে পারবেন B.Tech এবং freshers রাও। Infosysএও বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে। পুরো দেশে কর্মীরা চাকরি পাবেন যেমন চেন্নাই বেঙ্গালুরু নয়ডাতে। এখানে যে যে পদে কর্মী নিয়োগ করা হবে, তার মধ্যে হল লোকেশন জুনিয়র ডেভলপার, টেকনিক্যাল লিড এবং টেকনিক্যাল স্পেশালিস্ট পদে।