আবারো বক্স অফিসের দুর্দান্ত হিট এই দক্ষিণী ২ সিনেমা পার করলো ৩৩০ কোটি টাকার গণ্ডি, দেখতেই রয়ে গেল আলিয়ার গঙ্গুবাই

দক্ষিণ ভারতীয় ছবি বলিউড ইন্ডাস্ট্রিকে টেক্কা দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। একের পর এক দক্ষিণ ভারতীয় সুপারহিট মুভি বক্স অফিসের সমস্ত আয়ের রেকর্ড ভেঙে দিচ্ছে। সম্প্রতি দক্ষিণ ভারতীয় দুটি ছবি মুক্তি পেয়েছে, প্রথমটি হলো অজিথ কুমারের ‘ভ্যালিমাই’ এবং পবন কল্যাণ ও রানা দাগুবতীর ‘ভীমলা নায়ক’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সাথে সাথেই ব্যাপক হারে হিট হয়েছে।

কিছুদিন আগে ‘Pushpa’ ছবিটি বক্স-অফিসে মুক্তি পেলে সেখান থেকে আয় হয়েছিল ৩৫০ কোটি টাকা। এখন দক্ষিণ ভারতীয় এই দুটি ছবি থেকে আয় হয়েছে মাত্র ৫ দিনেই ৩২৯.৩৭ কোটি টাকা। সেখানে বলিউডের সম্প্রতি মুক্তি পাওয়া আলিয়া ভাটের ছবি ‘গাঙ্গুবাঈ’ থেকে আয় হয়েছে ৫ দিনে মাত্র ৫৭.৩২ কোটি টাকা। বলাই বাহুল্য দক্ষিণ ভারতীয় ছবি রমরমিয়ে যে চলছে, তা বলার অপেক্ষা রাখে না।

অজিথ কুমারের ‘ভ্যালিমাই’ ছবি মুক্তি পেয়েছিল ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ। দর্শকরা ব্যাপকহারে পছন্দ করেছে ছবিটি। ছবিটি থেকে মাত্র ৬ দিনেই আয় হয়েছে ১৮৫.৭৬ কোটি টাকা। দক্ষিণ ভারতীয় আরো একটি ছবি ‘ভীমলা নায়ক’ মুক্তি পেয়েছিল ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ। ছবিটির মুক্তি পাওয়ার ৪ দিনে আয় হয়েছে ১০০ কোটি টাকা। ছবিটি থেকে এখনো পর্যন্ত আয় করেছে ১৫৭.৪৩ কোটি টাকা।

ভারতীয় ছবি গুলো শুধু দেশে নয়, বিদেশের মাটিতে অর্থাৎ অস্ট্রেলিয়া আমেরিকাও নেদারল্যান্ডে বেশ ভালোরকম চলছে। তবে বলিউডের ছবি ‘gangubai’ও মুক্তি পেয়েছিল ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানসালি। ছবিটি দক্ষিণ ভারতীয় ছবির মতো এতোটা সাড়া ফেলতে পারিনি। ছবিটি থেকে ৬ দিনে মাত্র আয় হয়েছে ৬৩.৫৭ কোটি টাকা।