কোটি কোটি টাকা খরচে তৈরি! দেখুন অভিনেত্রী সোনাক্ষী সিনার বিলাসবহুল অ্যাপার্টমেন্টের অন্দরমহলের ভাইরাল ছবিগুচ্ছ

দাবাং গার্ল অর্থাৎ সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) হলেন বলিউডের (Bollywood) অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী (actress)। তিনি নিজের কেরিয়ারে প্রচুর হিট ফিল্মে কাজ করে জনপ্রিয়তা কমিয়েছেন। বলিউডের বিখ্যাত অভিনেতা সালমান খানের সাথে ফিল্ম “দাবাং” এর মাধ্যমে বলিউডে ডেবিউ করে প্রথম ফিল্মেই বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তারপর তিনি দাবাং-২/৩, অ্যাকশন-জ্যাকসন,ডবল এক্সেল, আর রাজকুমার, রডি রাঠোর, লুটেরা, সন অফ সরদার, ওয়ান্স আপন টাইম ইন মুম্বাই দোবারা, মিশন মঙ্গলের মতো ফিল্মে মুখ্য চরিত্রতে কাজ করেছেন। এছাড়া সম্প্রতি তার “দাহার” নামক ওয়েব সিরিজ যেটা অ্যামাজন প্রাইমে রয়েছে সেটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
এছাড়া তার আরেকটি পরিচয় হলো তিনি প্রবীণ বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে। জানিয়ে দি সোনাক্ষী সিনহার বিপুল পরিমাণে ফ্যান ফলোয়িং রয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয় থাকেন ও প্রায় নিজের জীবনের অনেক মুহূর্ত ভক্তদের সাথে শেয়ার করে থাকেন। সোনাক্ষীর ভক্তরা তার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি জানার জন্য বেশ আগ্রহী থাকে।
তাই আজ আমরা আমাদের আর্টিকেলে সোনাক্ষী ভক্তদের জন্য এনেছি একটি নতুন তথ্য।সমুদ্রের ধারে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট (Luxary apartment) কিনেছেন সোনাক্ষী সিনহা। আপাতত নতুন ঠিকানা সাজাতে ব্যস্ত তিনি। মনের মতো করে নতুন বাড়ি সাজাচ্ছেন সোনাক্ষী (Sonakshi Sinha decorate her luxary apartment)। ব্যস্ত রুটিন থেকে সময় বার করে আপাতত তাতেই মনোনিবেশ করেছেন তিনি। ২০২১ সালে বান্দ্রা-ওরলি সি লিঙ্কে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন তিনি।
সোনাক্ষীর নতুন অ্যাপার্টমেন্টটি সমুদ্রের সামনে অবস্থিত। আর অ্যাপার্টমেন্ট থেকে দেখা যাবে গোটা শহরকে। সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন বাড়ির ছবি ভক্তদের সাথে শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে যে তিনি অ্যাপার্টমেন্টে দাড়িয়ে রয়েছেন ও চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা আসবাব এবং গৃহসজ্জার সামগ্রী। আর এই ছবিতে ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন “বাড়ি সাজানো সহজ কথা নয়”।এই ক্যাপশন দ্বারা বোঝা কাছে যে অভিনেত্রীকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে বাড়ি সাজানোর জন্য। অভিনেত্রীর কো-স্টাররা অনেকেই তার বাড়ির প্রশংসা করেছে কমেন্ট বক্সে। এছাড়া ভক্তদের পাশাপশি আরো অনেকেই পোস্টের কমেন্ট বক্সে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই।