বিনোদনের জগতের সুপারস্টারদের মার্কেট ডাউন, রইল ২০২১ সালের ৭ টি ফ্লপ ছবির তালিকা

সদ্য ২০২১ সাল পেরিয়ে আমরা ২০২২ সালকে স্বাগত জানিয়েছি। করোনা আবহে ২০২১ সাল শুরু হলেও, মাঝের দিক থেকে কিছুটা হলেও, স্বাভাবিক ছন্দে ফিরছিল মানুষের জীবন। ২০২১ সালে কিছু ভালো জিনিস যেমন ঘটেছে, তেমনই কিন্তু আবার কিছু খারাপ জিনিসও হয়েছে। বলিউডে যেমন বেশকিছু ব্লকবাস্টার, সুপারহিট সিনেমা হয়েছে, তেমন এমন বেশকিছু সিনেমাও হয়েছিল, যা কিনা প্রথম শো থেকেই মুখ থুবড়ে পড়েছিল।

জেনে নেওয়া যাক সেরকমই কিছু সিনেমার বিষয়ে—

ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিক ‘সাইনা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল পরিণীতি চোপড়াকে। IMDb রেটিং মাত্র ৪.৩ ছিল। যা দর্শকের মনে দাগ কাটতে পারেনি।

শিল্পা শেঠি, মিজান জাফরি, ​​পরেশ রাওয়াল এবং আশুতোষ রানা অভিনীত ‘হাংমা 2’ সিনেমাটির IMDb রেটিং ছিল ৩.১। বক্স অফিসে বিন্দুমাত্র সাড়া জাগাতে পারেনি এই ছবি। বান্টি অর বাবলি দর্শকের মনে দাগ কাটলেও, ‘বান্টি অর বাবলি 2’ একেবারেই ফ্লপ হয়েছিল। রানি মুখার্জি, সাইফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরী ওয়াঘ, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই ছবির IMDb রেটিং মাত্র ৩.৬।

‘রুহি’ হার্দিক মেহতা পরিচালিত এবং রাজকুমার রাও, জাহ্নবী কাপুর, বরুণ শর্মা অভিনীত এই ছবির IMDb রেটিং ছিল মাত্র ৩.৪। সাল্লু ভাই-র ‘রাধে’ও কিন্তু তেমন সাড়া জাগাতে পারেনি বক্স অফিসে। ইদে মুক্তি পেলেও, এই সিনেমাটির IMDb রেটিং মাত্র ১.৮।

অর্জুন কাপুর, জন আব্রাহাম, নীনা গুপ্তা, রাকুল প্রীত অদিতি রাও হায়দারি অভিনীত ‘সরদার কা গ্র্যান্ডসন’-র IMDb রেটিং মাত্র ৪.২। ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিতে পরিণীতি চোপড়ার অভিনয় এবং রিভু দাশগুপ্তের পরিচালনাও মানুষের মধ্যে সাড়া জাগাতে পারেনি। IMDb রেটিং ছিল মাত্র ৪.৪।

The Girl on the Train