পড়াশোনা করেছেন মাত্র উচ্চমাধ্যমিক অবধি, সম্পত্তির পরিমান শুনলে কপালে উঠবে চোখ

ভোজপুরি চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা। যার প্রশংসা শোনা যায় গোটা দেশ জুড়ে। “রবি কিষাণ” (Ravi Kishan), একজন খুব বিখ্যাত অভিনেতা। যিনি আজ, ‘গোরখপুর’ থেকে সংসদের দায়িত্ব নিচ্ছেন। রবি কিষাণ আজ তার জীবনে যে অবস্থানটি অর্জন করেছেন তা একজন সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন। তবে তিনি তার দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রমের জোরে আজ এই সব অর্জন করতে পেরেছেন।

কোন একটা সময়ে তাদের খাওয়ার টাকা ছিল না।আজ তার নিজের একটি বিলাসবহুল বাংলো আছে। সেই সাথে মুম্বাইয়ের গোরেগাঁওয়ে গার্ডেন এস্টেট অ্যাপার্টমেন্টে তার একটি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে। কিন্তু যখন তিনি প্রথমবার মুম্বাই পৌঁছান, তখন তার অবস্থা খুবই খারাপ ছিল বলে জানা যায়।সেই দিনগুলিতে তাকে ১২ জনের সাথে একই রুম ভাগ করতে হয়েছিল।

বর্তমান রিপোর্ট অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। তিনি যানবাহনও খুব পছন্দ করেন এই কারণেই তিনি তার গাড়ি সংগ্রহে একাধিক বিলাসবহুল যান রেখেছেন। তার গাড়ির সংগ্রহে মার্সিডিজ, বিএমডব্লিউ এবং জাগুয়ারের মতো অনেক বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি রয়েছে। এত সম্পদ এবং খ্যাতি অর্জনের পরেও, তিনি খুব সরল এবং সাধারণ জীবন যাপন করেন।

ফিল্ম জগতে প্রথমে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাকে। ১৯৯২ সালে ‘দিলম পিতাম্বরের’ মাধ্যমে তার চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন। প্রথম চলচ্চিত্র থেকেই অনেকের মন জয় করতে পেরেছিলেন ‘রবি’। মাত্র ১৭ বছর বয়সে চলচ্চিত্রে আত্ম প্রকাশ করেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক অবদান রেখেছিলেন।

এটা বললে ভুল হবে না যে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সাফল্যে যদি কিছু অভিনেতার নাম অন্তর্ভুক্ত করা হয়, তবে রবি কিষাণ এর নামও অন্তর্ভুক্ত। তিনি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকগুলি চলচ্চিত্রও করেছিলেন এবং তার চলচ্চিত্রগুলিও বেশ পছন্দ করেছিলেন জনগণ।

ক্যারিয়ার শুরু করার জন্য প্রথমবার ঘর থেকে বের হওয়ার সময় মায়ের কাছ থেকে মাত্র ৫০০ টাকা নিয়েছিলেন। কিন্তু তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি আজ সেই স্থান অর্জন করেছেন, যা হয়তো তখন কেউ কল্পনাও করতে পারেনি। অন্যদিকে রাজনৈতিক ক্ষেত্রেও নিজের ছাপ রেখেছেন রবি কিষান।