পুরনো বাথটবে মুক্তার চাষ করে প্রথমবারই ৮০ হাজার টাকা মুনাফার মুখ দেখলেন মহিলা, জানুন গোটা প্রক্রিয়া

কঠোর পরিশ্রম করে সফল ঠিকই হওয়া যায়। যতই পরিশ্রম হোক না কষ্ট করে হলেও লক্ষে ঠিক পৌঁছনো যায়। মানুষের দ্বারা প্রত্যাখ্যান হলেও বা সাপোর্ট না পাওয়া গেলেও নিজের চেষ্টা এবং পরিশ্রম দিয়ে সফল হওয়া যায়। সেটাই করে দেখালেন রঞ্জনা। অনেক বাধা পেরিয়ে তিনি মুক্ত ব্যবসা শুরু করেছিলেন। আজ তিনি তাঁর ব্যবসায় সফল।

রঞ্জনা যাদব উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। তাঁর বয়স 27 বছর। তিনি বিবাহিত। তাঁর দুটি সন্তান রয়েছে। তিনি ফরেস্ট্রি থেকে এমএসসি করার পর নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। কিন্তু পরিবার থেকে বাধা আসে, যেহেতু পরিবারে এর আগে কেউ ব্যবসা করেননি। তিনি কারোর কথা না শুনে মুক্তা চাষ শুরু করেছিলেন। ছোটবেলা থেকেই তাঁর মুক্তার উপর টানছিলো। মুক্তা কিভাবে তৈরি হয়? কিভাবে চাষ করা হয়? এসব বিষয়ে তাঁর ছোটবেলা থেকেই আগ্রহ ছিলেন।

কিন্তু পরিবার তাঁর এই সিদ্ধান্ত মানতে চায়নি। তাই তিনি ২০১৮ সালে নিজের বাড়িতে পুরনো বাথটাবে মুক্তা চাষ করার কথা ভেবেছিলেন। তিনি প্রথম মুক্তা চাষের জন্য ২০টি ঝিনুক রোপন করেছিল। এরপর তিনি চাষ শুরু করেন। এরজন্য তাঁকে কঠোর পরিশ্রম হয়েছিল। ১০, ১২ মাস পরে ঝিনুকের রঙ দেখতে শুরু করে। এরপর তিনি রোপন করে প্রতিটি ঝিনুকের দুটি মুক্তা দেখতে পান। ওই দুটি করে মুক্তা হায়দ্রাবাদের গয়নার বাজারে বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকায়।

ওই ২০টি মুক্তা থেকে দুটি করে মুক্তা নিয়ে তিনি গয়নার বাজারে বিক্রি করে ৮০ হাজার টাকা পর্যন্ত আয় করেছেন। তিনি তাঁর পরিবারের সামনে সফল হয়ে দেখিয়েছেন। আজ তাঁর পরিবারেরও এই ব্যবসার প্রতি আগ্রহ রয়েছে। তিনি মুক্তা চাষের আরো বেশি সাফল্য পাওয়ার জন্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশওয়াটার অ্যাকুয়াকালচার থেকে প্রশিক্ষণ নেন। এছাড়াও ভুবনেশ্বর থেকেও তিনি প্রশিক্ষণ নিয়েছিলেন মুক্তা চাষের জন্য। তিনি একটি ক্র্যাশ কোর্সেও ভর্তি হয়েছিলেন।