ভেঙে চুরমার বাহুবলির রেকর্ড, বক্সঅফিসে ফায়ার প্রমাণিত হলো পুষ্পা সিনেমা

বেশ কিছুদিন হলো ‘পুষ্পা’ ছবিটি বক্স অফিসে রমরমিয়ে চলছে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৭ই ডিসেম্বর। ছবিটি শুধু তামিল ভাষায় মুক্তি পায়নি, এরসাথে তেলেগু, হিন্দি, মালায়ালাম এবং কন্নড় ভাষায়ও ডাবিং করা হয়েছিল। ছবিটি হিন্দি সংস্কারের মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে এখন অব্দি বেশ ভালোরকম চলছে। ছবিটির সপ্তাহেও ছবিটি থেকে আয় হয়েছে ১০০ কোটি টাকা।

বক্সঅফিসের সমস্ত আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ‘পুষ্পা’ ছবিটি। ছবিটি প্রথম দিনের আয় ছিল ৩ কোটি টাকা। এরপর যতদিন গেছে ১০০ কোটি টাকার গণ্ডি পার করে দিয়েছে। ছবিটির সপ্তম সপ্তাহে ১০০ কোটি টাকা হয়েছে। ছবিটি টিটি প্লাটফর্ম আমাজন প্রাইমে উপলব্ধ রয়েছে। তবে দর্শকরা সিনেমা হলে ভিড় জমাচ্ছেন। বক্সঅফিসের সমস্ত আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে ‘পুষ্পা’ ছবিটি। এই ছবির পরিচালক হলেন এস এস রাজামৌলির।

বলিউডের জনপ্রিয় পরিচালকদের মধ্যে অন্যতম হলেন এস এস রাজমৌলি। ইনি ‘বাহুবলীর’ দুটো পার্ট পরিচালনা করেছিলেন। ওই সময় বাহুবলীও রমরমিয়ে চলেছিল। সিনেমা হলে বাহুবলি ছবি মুক্তি পাওয়ার প্রথমদিনই ৫কোটি ১৫ লক্ষ টাকা আয় হয়েছিল। এরপর সেটি ১০০কোটিতে গিয়ে দাঁড়ায়। বাহুবলি ছবি থেকে মোট আয় হয়েছিল ১১৭ কোটি টাকা। ছবির গল্পের সাথে দর্শকরা ছবির গানগুলো খুবই পছন্দ করেছিল।

অনেক মানুষ বাহুবলি ছবির গানগুলোর রিলসও বানিয়ে ছিল। এবার ‘পুষ্পা’ ছবিটি বেশ ভালোরকম কাপাচ্ছে। দর্শকরা আল্লু অর্জুন এবং রশ্মিকার মান্দানার কেমিস্ট্রি খুবই উপভোগ করছেন। এছাড়াও ছবির পার্ট2 তে অ্যাকশন সিনগুলো দর্শকদের বেশ ভালো লেগেছে। ছবিটি থেকে ৪০০ কোটি টাকার থেকেও বেশি আয় হয়েছে এখন অব্দি বক্সঅফিসে।