১১৭৬ হরে কৃষ্ণ মন্ত্রে কাজ হচ্ছে অনেকেরই, অদ্ভুত ঘটনায় হতবাক বহুজন

ইতিমধ্যেই দেশে ছড়িয়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। দেশ জুড়ে এখন এই ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে। প্রচুর মানুষ নিজের প্রান হারাচ্ছেন এই ভাইরাসের প্রভাবে। আবারও আগের মতো স্কুল, কলেজ বন্ধ। এমতাবস্থায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে ‘১১৭৬ হরে কৃষ্ণ’ এই মন্ত্র। সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই মন্ত্র লিখে শেয়ারও করছেন।

তবে কি এই মন্ত্র? আর কেনই বা তা শেয়ার করা হচ্ছে? আসুন জানা যাক! আসলে মনে করা হয় এই নম্বরটি না কি একটি ‘এঞ্জেল’ নম্বর। এই মন্ত্রটি লিখে নিজের মনের ইচ্ছে প্রকাশ করলে খুব কম সময়ের মধ্যেই তার ইচ্ছে পুরন হয়। তাই কেউ কেউ এই
মন্ত্রটিকে নিয়ে বেশ সিরিয়াস হচ্ছেন এবং তা লিখে শেয়ার করছেন।

কেউ আবার মজা করছেন এই বিষয় নিয়ে। ১০ জনের মধ্যে ৮ জনই নিজেদের ওয়ালে এই পোস্ট করছেন। কোনো কোনো মানুষ আবার ভাগ্যের উপর বিশ্বাস করেন এবং তারা নানা ভাবে পুজা অর্চনা করে মনের আসা পুরনের জন্যে। তাই হয়তো তারাই সোশ্যাল মিডিয়া তে এমন মন্ত্র শেয়ার করছেন যাতে খুব তাড়াতাড়ি তাদের মনের ইচ্ছা পুরন হয়।

ব্যস্ত জীবন নামে একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে যে “হরে কৃষ্ণ মহামন্ত্র হল ১১৭৬ শব্দের একটি মহামন্ত্র যা রঘুনাথ ভট্টাচার্য রচিত কলি সন্তরণ উপনিষদে বর্ণিত, গীতায় উল্লেখ আছে কেউ যদি হরে কৃষ্ণ বা রাধে কৃষ্ণের আগে ১১৭৬ সংখ্যাটি বলে তবে তার মনোকামনা পূরন হবার সম্ভবনা বৃদ্ধি পায় ।। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।।”