সততার নজির গড়লেন শ্রমিকের মেয়ে, ফেরত দিলেন রাস্তায় কুড়িয়ে পাওয়া ৭ লাখ টাকার গয়নায় ভর্তি ব্যাগ

সততাই জীবনের বড় মূলধন। যদিও সমাজে সৎ ব্যাক্তির সংখ্যা খুবই কম। শৈশব থেকেই প্রায় সব শিশুকেই শেখানো হয় জীবনে একজন সৎ মানুষ হওয়ার জন্য। কারণ, সৎ মানুষের সন্মান ও স্থান সমাজে অনেক উঁচুতে। কিন্তু জীবনে সর্বদা সততার পথে চলা, এত সহজ ব্যাপার নয়। সৎ ব্যাক্তির জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।

বর্তমান যুগে একজন সৎ ব্যক্তি পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। আলোচ্য বিষয় এমন একজন মেয়ের সম্পর্কে, যে তার সততার কারণে প্রায় ৭ লাখ টাকার সোনার গয়না ফেরত দিয়েছিল। ‘মধ্যপ্রদেশের’ ‘রাইসেন’ জেলায় বসবাসকারী ১৩ বছর বয়সী একটি ছোট মেয়ে “রীনা” (Rina), সমাজকে সততার আসল অর্থ বুঝিয়ে দিয়েছিল।

ষষ্ঠ শ্রেণির ছাত্রী ‘রীনা’ স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেছিল। এমতাবস্থায় রীনা ব্যাগটি খুলে দেখে, ভেতরে রাখা সোনার গয়না, যার মূল্য প্রায় ৭ লাখ টাকা। রিনা সেই ব্যাগটি তুলে বাসায় নিয়ে এসেছিলো। বাড়িতে আসার পর রীনা ব্যাগের কথা তার বাবা ‘মঙ্গল সিং হরিজনের’ কাছে বলেছিলো, যিনি পেশায় একজন শ্রমিক। রীনার পিতা মঙ্গল সিং সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে ব্যাগটির কথা জানিয়েছিলো।

এরপর রীনাকে জিজ্ঞাসাবাদের জন্য উদয়পুর থানায় ডাকা হয়েছিল। পরে, রীনা থানার ইনচার্জ ‘প্রকাশ শর্মা’কে ব্যাগটির কথা জানিয়েছিলেন , এবং ব্যাগটি পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তদন্ত করে পুলিশ জানিয়েছিল যে, ব্যাগটি ‘কাকারুয়া’ গ্রামে বসবাসকারী ‘যশপাল সিং প্যাটেল’ নামে এক জুয়েলারি দোকানের মালিকের। রীনা ও তার পরিবারের সততা ও নিষ্ঠার প্রসংসায় পঞ্চমূখ সবাই।