মুকেশ আম্বানির বাড়িতে গাছগাছালি ও মার্বেলের জন্য রয়েছে বিশেষ তাপমাত্রার AC, অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরী

ভারতের ধনপতিদের ইতিহাসে সবার প্রথমে যার নাম আসে তিনি হলেন মুকেশ আম্বানি। তিনি তাঁর বিলাসবহুল জীবন যাপনের জন্য প্রায়শই খবরের শিরোনামে থাকেন। একটা সময়ের এশিয়ার মধ্যে সবার প্রথমে ধনীদের লিস্টে তিনি ছিলেন। সম্প্রতি তাঁর বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরি।

অভিনেত্রী শ্রেয়া হলেন একজন সুপরিচিত মডেল, অভিনেতা, পরিচালক এবং কথা লেখক। তিনি হিন্দি সিনেমা ছাড়াও তেলেগু ভাষায় সিনেমা করেন। “হোয়াইট চিট ইন্ডিয়া” সিনেমার মধ্যে দিয়ে তিনি বলিউড জগতে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি বিভিন্ন ভাষায় ওয়েব সিরিজ করে থাকেন। তিনি অনুষ্ঠানে টপ মডেল হিসাবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একসময়ের সুপারস্টার জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি ইভেন্টের শো স্টপার ছিলেন।

আসলে অনুষ্ঠানটি ছিল আবু জানি এবং সন্দীপ খসলা ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্তি উপলক্ষে। তাঁরা দুজনেই জনপ্রিয় ফ্যাশান ডিজাইনার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল মুকেশ আম্বানির বাড়ি অ্যানটেলিয়াতে। অনুষ্ঠানে ৫০ জন মডেলকে ডাকা হয়েছিল। ওই ৫০ জন মডেলই গত ১০ দশ বছর ধরে দুই ফ্যাশান ডিজাইনারের পোশাক পড়ে আসছেন। তাঁর মধ্যে অন্যতম মডেল হিসেবেই ছিলেন অভিনেত্রী শ্রেয়া। তিনি ২০০৮ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতাই অংশগ্রহণ করেছিলেন।

সম্প্রতি তিনি ‘দা লাভ লাইভ’ শোতে এসে অভিনেত্রী অনুষ্ঠানের কিছু কথা শেয়ার করলেন। তিনি জানালেন, তিনি যখন মুকেশ আম্বানি বাড়ি অ্যানটেলিয়াতে যখন প্রবেশ করলাম। তখন আমার বেশ ঠান্ডা লাগছিল। আমি ফ্লোর ম্যানেজারকে গরম তাপমাত্রা নিয়ন্ত্রকের মেশিনটিকে বাড়িয়ে দিতে বলেছিলাম। কিন্তু তিনি জানান, বাড়ির ফুল এবং মার্বেলগুলোর জন্য নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। তাই বাড়ানো সম্ভব নয়। এটা শুনে অভিনেত্রী কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে ছিলেন।