মুকেশ আম্বানির ড্রাইভারের বেতন লজ্জায় ফেলে দেবে যেকোনো বড় সংস্থার কর্মীদের বেতন-কেও

এশিয়ার ধনকুবেরদের লিস্টে সবার প্রথমে নাম আসে মুকেশ আম্বানির। তিনি এবং তাঁর পরিবারের বিলাসবহুল জীবন নিয়ে প্রায়শই চর্চা হয়ে থাকে। তাঁর মুম্বাইয়ের বাড়িটি দেশের মধ্যে সবচেয়ে উঁচু বাড়ি। তিনি তাঁর বাড়িটির নাম রেখেছেন ‘অ্যান্টিলিয়া’। তাঁর বাড়িটি যথেষ্ট রাজকীয় ভাবে সাজানো রয়েছে। শুধু তাই নয় তাঁর বাড়ির সামনে মুকেশ আম্বানি ‘সেভেন স্টার’ হোটেল বানিয়েছেন।

এই রাজকীয় বাড়ি এবং হোটেলের রক্ষণাবেক্ষণের জন্য ৬০০ থেকে ৭০০ জন মতো কর্মচারী দিন রাত কাজ করে চলেছেন। তাঁদের বেতনের পরিমাণ এত বেশি, দেশের কিছু কিছু মন্ত্রীর স্যালারিকেও হার মানিয়ে দেয়। তাঁদের বেতন লাখ টাকার উপরে। তবে যারা কর্মচারী হিসেবে কাজ করছেন, তাঁরা প্রত্যেকেই কঠিন পরীক্ষাই উত্তীর্ণ হয়ে তবেই চাকরিটা পেয়েছেন।

আম্বানির বাড়িতে চাকরি পাওয়ার জন্য প্রার্থীদের ফর্ম ফিল আপ করতে হয়। এরপর লিখিত পরীক্ষা হয়। সাধারণ জ্ঞান এবং হোটেল ম্যানেজমেন্ট সম্পর্কীয় বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাঁরাই অ্যান্টিলিয়ার ২৭ তলার বাড়িটিতে চাকরি পান। বাকিরা বাতিল হয়ে যান।

এই বাড়িটি ৫৭০ ফুট উঁচু। বাড়িটিতে দেহরক্ষী থেকে শুরু করে নিরাপত্তা প্রহরী বা সহকারীদের জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে। বাড়ির ষষ্ঠ তলায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আম্বানি পরিবারের গাড়ির সংখ্যা শতাধিক। এত বেশি গাড়ি থাকার জন্য গাড়ির চালক এত রাখা সম্ভব না হওয়ার জন্য আম্বানির পরিবার বিভিন্ন গাড়ির কোম্পানিকে ড্রাইভারের জন্য চুক্তি দেওয়া হয়েছে। তবে ড্রাইভার নির্বাচনের জন্যও বিভিন্ন পরীক্ষা নেওয়া হয়ে থাকে।আম্বানির পরিবারে ড্রাইভারের বেতন শুরু হয় ২ লক্ষ টাকা থেকে।