বছরের পর বছর জঙ্গলে থাকার পর এবার শার্ট প্যান্ট পড়ে স্কুল যাচ্ছে বাস্তবের ‘মোগলি’

ঠিক যেন রূপোলি পর্দার মোগলি। জাকার্তার বছর ২১-এর এলির গল্প ঠিক যেন সেলুলয়েডের মোগলির বাস্তব রূপ। ফল মূল খাওয়া থেকে শুরু করে মানুষ দেখে জঙ্গলে পালিয়ে যাওয়া- সবকিছুই দেখা যেত এই এলির মধ্যে। মানুষের মত দেখতে হলেও, তাঁর জীবনটা ছিল প্রাণীদের মতোই। বাড়িতে রয়েছে এলির মা, বাবা। অনেক করে কাকুতি মিনতি করে ডাকলেও বাড়ি আসতেন না এলি।

বাড়িতে ভালো মন্দ কোন খাবার হলেও, ছেলের মুখে তুলেও দিতে পারতেন না এলির মা। জঙ্গলে থেকে এবং সেখানকার ঘাস-পাতা কিংবা কলা খেয়েই দিন কাটত এলির। মা, বাবাকেই একমাত্র পছন্দ করত এলি। এছাড়া অন্য কোন মানুষ দেখলে ভয়ে আবার সেই জঙ্গলে গিয়ে মুখ লোকাত।এলির মা জানিয়েছিলেন, তাঁর একমাত্র জীবিত সন্তান এলি। আগের ৫ সন্তান জন্মের সময়ই মারা যায়।

তবে ছোট থেকেই এলি একটি বিরল রোগে আক্রান্ত। আর পাঁচজন স্বাভাবিক মানুষের মত নয় তাঁর জীবন। বর্তমানে আমূল বদলে গিয়েছে সেই এলির জীবন। সম্প্রতি সময়ে স্কুলে ভর্তি হয়েছেন এলি। শার্ট প্যান্ট পরিহিত অবস্থায় পিঠে স্কুলের ব্যাগ নিয়ে অন্যান্য বাচ্চাদের সঙ্গে স্কুলে যেতে দেখা গেল এলিকে। স্যোশাল মিডিয়ায় এই দৃশ্য ব্যাপকহারে ভাইরালও হয়েছে।

 

যেখানে এলিকে বেশ শান্ত শিষ্ট অবস্থায় স্কুলের ইউনিফর্ম পরিহিতভাবে স্কুলে যেতে দেখা গেছে। ছেলেকে এভাবে স্কুলে যেতে দেখা এলির বাবা মাও খুব খুশি। তাঁরা এইভাবেই তাঁদের ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। এলির স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং তাঁর চিকিৎসা ও উন্নত জীবনের জন্য অনুদানও সংগ্রহ করেছে স্থানীয়রা। সেই কারণেই এলিকে একটি স্কুলেও ভর্তি করা হয়েছে।