মায়ের থেকে নেওয়া ২৫ টাকা নিয়ে শুরু হয়েছিল জীবন, আজ পরিশ্রমের দ্বারা সেটা দাঁড়িয়েছে ৭০০ কোটিতে

স্বপ্ন পূরণ করতে যে সবসময় অর্থের প্রয়োজন নেই, তা প্রমাণ করে দিয়েছেন ওবেরয় গ্রূপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রায় বাহাদুর মোহন সিং ওবেরয়। মোহনের জন্মস্থান বর্তমানে পাকিস্তানের ঝিলম জেলার ভানাও গ্রামের এক শিখ পরিবারে। তাঁর বয়স যখন মাত্র ৬ মাস। তখন তাঁর বাবা হঠাৎ মারা যান। তাঁর মা খুব কষ্টের মধ্যে তাঁদের কোনো রকমে মানুষ করেছিলেন। তিনি শিক্ষার জন্য পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে যান।

তাঁকে চাকরির জন্য অনেক লড়াই করতে হয়েছিল প্রথমদিকে। তিনি জুতার কারখানায় কাজে ঢুকলেও দুর্ভাগ্যবশত সেই জুতোর কারখানাটিও বন্ধ হয়ে যায়। এরই মধ্যে হঠাৎ করে কলকাতার একটি পরিবারের মেয়ের সাথে তাঁর বিয়ে দিয়ে দেন তাঁর পরিবার। তখন তাঁর কাছে না ছিল চাকরি, না ছিল কোন টাকা-পয়সা। আসলে মোহনের ব্যক্তিত্ব দেখে তাঁর শ্বশুর মশাই মেয়েকে তাঁর হাতে তুলে দেন। একদিন শশুর বাড়িতে যাবার সময় তিনি একটি পত্রিকায় কেরানি চাকরির বিজ্ঞাপন দেখেন।

এরপর তিনি চাকরির জন্য সিমলায় চলে যান। তবে তিনি চলে যাওয়ার আগে তাঁর মা তাঁকে ২৫ টাকা হাতে দেন। এই টাকা তাঁরই খুবই কাজে লেগেছিল। তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিটি পেয়েছিলেন। হোটেলে কেরানি হিসেবে তিনি মাসে ৪০ টাকা পরিশ্রমিক পেতে শুরু করেন। পরে তাঁর ভালো কাজ থেকে এই বেতন মাসে ৫০ টাকা হয়ে যায়। তাঁর পরিশ্রম এবং নিষ্ঠা দেখে পুরো হোটেলে তাঁর আলাদা পরিচিতি হয়ে উঠেছিল। একদিন হোটেল ম্যানেজারের মোহনের কাছে ২৫ হাজার টাকায় হোটেলটি বিক্রি করতে চেয়েছিলেন।

মোহন এই সুযোগটি হাত ছাড়া না করে পৈত্রিক সম্পত্তি এবং স্ত্রীয়ের গয়না বন্ধক রেখে পুরো টাকা হোটেল ম্যানেজারকে দিয়ে হোটেলটি কিনে নেন। এরপর তাঁকে আর পিছনে তাকাতে হয়নি। তিনি ওয়েব গ্রূপ প্রতিষ্ঠা করেন। তিনি একের পর এক ৩০টি হোটেল এবং ৫ টি বড় হোটেল খোলেন। বর্তমান বিশ্বে ৬০টি দেশে ওয়েবয় গ্রুপের নাম রয়েছে। তাঁর সম্পদ রয়েছে ৭ হাজার কোটি টাকার মতো।