এই ৩ ধরনের মানুষের ধারে কাছে আসে না মা লক্ষী, করতে হয় ধার: আচার্য চাণক্য

জীবনে সৎ পথে উপার্জন করলে মানসম্মান দেরিতে হলেও সফলতা পাওয়া যায়। কিন্তু অসৎ পথে উপার্জন করলে খুব তাড়াতাড়ি পয়সা হাতে এসে গেল সেই পয়সা হাত থেকে বেরিয়ে যায় এবং নিজের মান সম্মানটাও হারিয়ে যায় সমাজের কাছে। মহা পন্ডিত চাণক্য তিনি জীবনে সঠিক পথে চলার জন্য কিছু উপদেশ দিয়ে গেছেন। যা প্রতি যুগেই খুবই সত্য এবং বাস্তব।

চাণক্য ছিলেন মন্ত্রী এবং প্রধান পরামর্শদাতা মহারাজা চন্দ্রগুপ্তের। তিনি জীবনে চলার পথে কিছু বাণী এবং নীতি লিখেগেছেন। এই তিনটে অভ্যাসের কথা পাল্টাতে বলেছেন তিনি নাহলে মা লক্ষী ঘরে থাকেন না।

প্রথমত আপনার অপমান করার অভ্যাস থাকলে- অনেক মানুষ অযথা অপর মানুষকে অপমান করে থাকেন। অযথা দুঃখ দিয়ে থাকেন। এই অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার বাড়িতে বিরাজমান করবে না এবং আপনার জীবন কষ্টে থাকবে।

দ্বিতীয়তঃ হল লোভ- এটি এমন একটা জিনিস যা মানুষকে সৎ পথে উপার্জন থেকে অসৎ পথে নিয়ে যেতে পারে। অনেকের লোভের বশবর্তী হয়ে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। যেটা ভবিষ্যতে তাকে বড় রকম ক্ষতির সম্মুখীন হতে হয়। চাণক্য বলেছেন লোভী মানুষ কখনোই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ করতে পারেন না।

তৃতীয় হল রাগ- অনেকে অতিরিক্ত বেশি রাগ করেন এবং রাগের মাথায় কি বলেন সেটা তার মাথায় থাকে না। কিন্তু শব্দই ব্রহ্মাস্ত্র! রাগের মাথায় আমাদের বলা অনেক শব্দই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। তাই চাণক্য বলে গেছেন কোন ব্যক্তি রাগ বেশি হলে, সেই ব্যক্তির বাড়িতে মা লক্ষ্মী একদমই পছন্দ করেননা থাকতে।