গিয়েছিলেন বাজারে সব্জি কিনতে বাড়ি ফিরলেন ১২ কোটি টাকা নিয়ে, মাত্র ৩০০ টাকাতেই বাজিমাত

লটারি খেলে মানুষের ভাগ্য যে পরিবর্তন হয় তা আগে অনেকবারই শুনেছেন সবাই। কেউ ফকির থেকে কোটিপতি হয়ে ওঠেন বা কিংবা মধ্যবিত্ত থেকে বড়লোক হয়ে ওঠেন। তবে লটারিটা পুরোটাই ভাগ্যের খেলা। ভাগ্য সাধ দিলে কারো ক্ষমতা নেই সেটা আটকানোর। আজ এমনই এক ভাগ্যবানের কথা বলব, যিনি লটারি কেটে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে উঠেছেন।

কেরালার আয়মানের কুদময়পাদির বাসিন্দা সদানন্দন, তিনি ৩০০ টাকা দিয়ে লটারি কিনে তাঁর ভাগ্যই পাল্টে ফেললেন। তিনি পেশায় চিত্রশিল্পী। তিনি রবিবার দিন সকালে বাজারে বেরিয়েছিলেন। বাজারে থেকে ফেরার সময় একটি লটারি টিকিট কেনেন। লটারি ড্র হতে সেদিনই আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা ছিল। তিনি টিকিট কেনার কিছুক্ষণের মধ্যে জানতে পারেন ফফলাফল।

ফলাফলেতো একেবারে জ্যাকপট। তিনি ৩০০ টাকা দিয়ে টিকিট কিনে ১২ কোটি টাকা জিতে গিয়েছেন। তিনি এবিষয়ে জানিয়েছেন, তিনি আগেও অনেকবার লটারি টিকিট কেটেছেন। সেখানে তিনি অল্প কিছু টাকা জিতলেও বড় কিছু কোনদিন পাননি। এই প্রথমবার এত টাকা জিতেছেন, যা তিনি নিজেও বিশ্বাস করতে পারছেন না।

তিনি জানিয়েছেন, তাঁর লটারির কিছু টাকা পথ শিশুদের সাহায্য করবেন। আরো কিছু টাকা দেশের উন্নতির খাতে ব্যবহার করবেন। লটারির প্রথম পুরস্কার ছিল ১২ কোটি টাকা। দ্বিতীয় পুরস্কার ছিল ৩ কোটি টাকা এবং তৃতীয় পুরস্কার ছিল ৬০ লক্ষ টাকা।