১০০ টাকার নীচে Jio, Airtel,Vi, BSNL দিচ্ছে দুর্দান্ত প্রিপেড প্ল্যান, বিস্তারিত জানতে

কিছুদিন হলো সবকটি প্রাইভেট টেলিকম সংস্থা দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তিতে ফেলে ছিল। তবে আর চিন্তার কারন নেই সাধারণ মানুষের কথা ভেবে টেলিকম সংস্থাগুলি ১০০ টাকার নিচে রিচার্জের ব্যবস্থা করেছে। তবে জিওর ক্ষেত্রে ১১৯ টাকা রিচার্জে অন্যান্য টেলিকম সংস্থার থেকে বেশি সুবিধা দিচ্ছে। আসুন Jio , Airtel , VI and BSNL সংস্থা গুলির সস্তার প্রিপেইড রিচার্জ প্ল্যান সম্বন্ধে জেনে নিন।

JIO 119 prepaid recharge plan:
এই প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। এই প্রিপেইড প্ল্যানে ৩০০ টা এসএমএস থাকবে। প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। এছাড়াও জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিকিউরিটি ফ্রী অ্যাক্সেস পাওয়া যাবে। এই প্লানেরর বৈধতা হলো ১১৯ টাকা।
এটা জিওতে সবচেয়ে সস্তার প্ল্যান। এছাড়াও জিও ১৫ টাকা, ২৫ টাকা,৬৫ টাকা এবং ১২১ টাকায় ডেটা প্যাক পাওয়া যায়।

Airtelএ 99 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান:
এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে সব থেকে বড় সুবিধা হলো ৯৯ টাকারই টকটাইম পাওয়া যায়। এই প্ল্যানে
কলিংএর জন্য প্রতি সেকেন্ডে ১ পয়সা করে কাটবে। STD এসএমএসের জন্য ১.৫০ টাকা করে কাটবে। এমনি local এসএমএসের জন্য ১ টাকা করে কাটবে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের জন্য।

Vodafone Idea and BSNL এর প্রিপেইড রিচার্জের প্ল্যান:
VI তে ১২৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটি ২৮ দিনের জন্য। আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা থাকবে। ৩০০ টা এসএমএস থাকবে। ইন্টারনেটের জন্য ২ জিবি ডেটা দেওয়া থাকবে। ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি ৫০ পয়সা করে চার্জ করা হবে।
BSNLএ ৯৭ টাকার রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন জিবি ডেটা দেওয়া হবে। ডেটা প্যাক শেষ হয়ে গেলে ৮০kbps স্পিড দেওয়া হবে। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের জন্য।