Airtel,Vi এর পর এবার চাপ বাড়তে চলেছে একাধিক ব্রডব্যান্ড সংস্থার, খুব শীঘ্রই ওয়্যারলেস Air Fiber আনছে Jio

রিলায়েন্স জিও খুব শীঘ্রই তার Air Fiber পরিষেবাটি চালু করতে চলেছে। বলা হচ্ছে যে Air Fiber ওয়ারলেস হলেও ব্রডব্র্যান্ডের মতোই স্পিড দেবে। যারা বর্তমানে jio fiber ব্যবহার করছে তারা যাতে Air Fiber কে বেছে নেয় এমন প্রস্তাব দেওয়া হবে এমনটাই বলা হচ্ছে টেলিকম সংস্থার পক্ষ থেকে। এছাড়া Air Fiber পরিসেবা অন্যান্য ক্ষেত্রে বিস্তারের পরিকল্পনাও করেছে জিও। বলা যেতে পারে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও কোম্পানি টেক্কা দেওয়ার চেষ্টা করছে ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে। আর ইতিমধ্যে আবার গত অর্থবর্ষে শেষ ত্রৈমাসিকে জিয়োর মুনাফা ১৬ শতাংশ বেড়ে ঠেকেছে ৪,৭১৬ কোটি টাকায়।

mukesh ambani

কিরণ থমাস যিনি জিয়ো প্ল্যাটফর্মের অধিকর্তা তিনি বলেছেন কয়েক ঘণ্টার মধ্যে গ্রাহকরা এই Jio Air Fiber পরিসেবাটি ব্যবহার করতে পারবে। 5G পরিসেবা সবার কাছে পৌঁছে যাওয়ার পরই নাকি এই Air Fiber এর পরিসেবা চালু হবে জানিয়েছে থমাস। এছাড়া কিরণ থমাস আরো জানিয়েছেন যে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ১০০ মিলিয়ন বাড়িতে jio fiber ও Air Fiber পরিসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে রিলায়েন্স jio কোম্পানি।

এছাড়া বলা হচ্ছে যে রিলায়েন্স জিও কোম্পানি মোবাইল পরিসেবার ক্ষেত্রে যেই ভাবে বিপ্লব ঘটিয়েছে সেইভাবেই ব্রডব্যান্ড ক্ষেত্রে প্রবেশ করতে চাইছে জিও। অর্থাৎ জিয়ো যখন বাজারে প্রথম আসে, তখন অধিকাংশ ক্ষেত্রেই গ্রাহকদের দ্বিতীয় বা বিকল্প সিম ছিল। যা বিভিন্ন অফারের জন্য ব্যবহার করতেন। কিন্তু ক্রমশ সেই জিয়ো সিমই মূল সিম হয়ে উঠেছে গ্রাহকদের কাছে।

Jio air fiber

কেউ নিজেদের মূল নম্বর পোর্ট করে নিয়েছেন, কেউ আবার নতুন জিয়ো সিমই বিভিন্ন নথিপত্রে যোগ করে নিয়েছেন। তেমনি jio কোম্পানি air fiber এর ক্ষেত্রেও এমনটাই করার লক্ষ্য নির্ধারণ করেছে। এছাড়া জানিয়ে দি যে jio এর গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ৪,১৭৩ কোটি টাকার মুনাফা হয়েছে জিয়োর। যা ২০২১-২২ অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকের থেকে ১৩ শতাংশ বেশি। আর গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় জিয়োর মুনাফা বেড়েছে ১.৬ শতাংশ।