স্বামীকে মৃত ভেবে বিধবার জীবনযাপন করেছিলেন স্ত্রী, ২২ বছর পর হঠাৎ ফিরে এলেন স্বামী

প্রায়ই কিছু আগন্তুকের গল্প আমারা জানতে পারি যা আমাদের অবাক করে। এইরকমই এক গল্প শোনা গেলো ঝাড়খণ্ডের গাড়োয়া জেলার কান্দি ব্লকের অন্তর্গত এক গ্রামের। এই গ্রামে উদয় সাও নামে এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। হটাৎ একদিন উদয়ের জাগতিক জীবনের প্রতি মোহভঙ্গ হয়।

সাংসারিক সমস্ত মোহ মায়া ত্যাগ করে তিনি আজ থেকে বাইশ বছর আগে গৃহত্যাগ করেন। তাকে তার পরিবার ও আত্মীয় স্বজনরা অনেক খোঁজার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। সবাই ভাবেন যে তিনি মারা গেছেন। উদয়ের স্ত্রী বিধবার মতো জীবন যাপন করতে থাকেন ও তার সন্তানেরা অনাথের মত জীবন কাটায়।

বর্তমানে হটাৎ বাইশ বছর পর উদয় আজ ফিরে আসে কিন্তু সন্ন্যাসীর বেশে। আসলে গৃহত্যাগী হওয়ার পর তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। গ্রামে এসে উদয় নিজের বাড়িতে ভিক্ষা করতে যান। তার স্ত্রী তাকে চিনে ফেলায় সে অস্বীকার করে যে সে উদয় নয়। কিন্তু তারপর গ্রামে যখন হুল্লোড় পরে গ্রামবাসীরাও তাকে চিনে ফেলে এবং তাকে সন্ন্যাসীর বেশে দেখে সবার হুঁশ উড়ে যায়।

উদয় সন্ন্যাসীর বেশে সারেঙ্গী বাজিয়ে ভিক্ষা চেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি এতদিন কোথায় ছিলেন এই জিজ্ঞাসায় তিনি বলেন যে গৃহত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। কিন্তু তার স্ত্রীর কাছ থেকে ভিক্ষা না নিলে তার সন্ন্যাস ফলপ্রসূ ও সার্থক হবে না। তাই তিনি গ্রামে ফিরে আসেন তার স্ত্রীর কাছ থেকে ভিক্ষা নিতে।


তারপর তার স্ত্রী ও গ্রামবাসীরা তাকে গ্রামে থাকতে অনেক কাকুতি মিনতি করেন। কিন্তু উদয় তাও বাড়িতে থাকতে রাজি হননি। তিনি তার স্ত্রীর কাছে ভিক্ষা নিয়েই গ্রাম ছেড়ে চলে যেতে চেয়েছিলেন কিন্তু তার স্ত্রী তাকে ভিক্ষা দেননি। এখন উদয় গ্রামের বাইরে একটা কলেজে আশ্রয় নিয়েছেন।