এক একটি ট্রেন বানাতে কত টাকা খরচ পড়ে সরকারের? টাকার অঙ্ক জেনে কপালে উঠবে চোখ

একটি ট্রেন বানাতে কত টাকা খরচ পড়ে সরকারের

ভারতীয় রেল (Indian Railway) বিশ্বের অন্যতম রেলব্যাবস্থা গুলির মধ্যে একটি। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যাবস্থা। যেখানে রেল পথে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। যাত্রীবাহী ও মালবাহী দুই ধরণের ট্রেনই যাতায়াত করে। যাত্রীবাহীর জন্য হাজার হাজার ট্রেন রয়েছে। তবে জানেন কি এক একটি ট্রেন তৈরি করতে কত টাকা খরচ হয়? যদি না জানেন এই প্রতিবেদন থেকে জেনে নিন।

train (3)

প্রসঙ্গত, গত কয়েক বছরে ভারতীয় রেল ব্যাবস্থায় অনেক আধুনিকায়ন করা হয়েছে। চালু হয়েছে বন্দে ভারতের মতো সেমি হাই স্পীড ট্রেন (Semi High Speed Train)। যাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সে দিকে খেয়াল রেখে ট্রেনের গতিতে নানা পরিবর্তন এনেছে রেল কর্তৃপক্ষ। আর এগুলি করতে খরচ হয়েছে বেশ মোটা অংকের টাকা।

তবে আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, টা হলো এক একটি ট্রেন তৈরি করার খরচ কত? এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও নানা কৌতুহল রয়েছে। বর্তামানে দেশের সবচেয়ে দ্রুতগামী ট্রেন হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এটি ১৮ কোচ বিশিষ্ট ট্রেন। যা তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১১৫ কোটি টাকা। ভারতে যে বৈদ্যুতিক ও ডিজেল চালিত ট্রেনগুলি চলে টা তৈরি করতে খরচ পরে ১৩ থেকে ২০ কোটি টাকা।

train

যে ট্রেনের ইঞ্জিন যত বেশি শক্তিশালী তত খরচও বেশি। এ ক্ষেত্রে বন্দে ভারতের তুলনায় বৈদ্যুতিক বা ডিজেল চালিত ট্রেনের ইঞ্জিন তৈরির খরচ অনেক কম। এবার আসি কোচ তৈরি খরচের কথায়। ট্রেনের একেকটি কোচ তৈরি করতে ২কোটি টাকা গড়ে খরচ হয়। যেখানে একটি এসি কোচের তুলনায় সাধারণ কোচের নির্মাণ খরচ অনেক কম। এবার বলি একটি ট্রেন সাধারণত ২৪ কোচ বিশিষ্ট হয়ে থাকে। এবার একটি ইঞ্জিন তৈরি খরচ ১৮ কোটি এবং ২৪ টি কোচ তৈরিতে ৪৮ কোটি টাকা খরচ হলে, সম্পূর্ন ট্রেনটি নির্মাণ করতে প্রায় ৬৬ কোটি টাকা খরচ হয়ে থাকে।