পুষ্পা-জয় ভীম সহ একাধিক দক্ষিণী সুপারহিট ছবিতে নিজেদের ভয়েস দিয়েছেন বলিউডের এই নামকরা তারকারা

সিনেমার ভাষা না বুঝলে সেইসব সিনেমা দেখে মজা থাকে না। এবার আপনার কাছে প্রশ্ন আসতেই পারে কোন সিনেমার কথা বলা হচ্ছে? আসলে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘পুষ্পা’ ছবিটি। ছবিটির এত পরিমান সাফল্য পেয়েছে, যা বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এই মুভিটি দক্ষিণী, তাহলে হিন্দিভাষী দর্শকরা কিভাবে বুঝলেন? আসলে এই ছবিটিতে হিন্দিতে ডাবিং করা হয়েছে। তাই আজ এমন কিছু ডাবিং শিল্পীর কথা আপনাদের সাথে শেয়ার করব। যারা না থাকলে হয়তো এতটা জনপ্রিয়তা পেতনা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মুভি।

১. শ্রেয়াস তালপাড়ে – পুষ্প ছবির অনেক সংলাপ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছে। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে, ‘পুষ্পা পুষ্পা রাজ ম্যায় ঘুকেগা নাই।’ তিনি আল্লু অর্জুনের মত একজন শক্তিশালী দক্ষিণ অভিনেতার কন্ঠ হিন্দি ডাবিং করেছেন। তিনি খুবই সুন্দর ভাবে অভিনয় করেছিলেন। তাঁর ডাবিং দেখে সবাই খুব পছন্দ করেছে। সম্প্রতি শ্রেয়াস টুইট করে লিখেছেন, ‘আপনাদেরর ভালোবাসার জন্য, আপনাদের অনেক ধন্যবাদ’। ‘পুষ্পা ছবিতে আমার কন্ঠ যে ধরনের সাড়া ফেলেছে তাতে আমি খুবই খুশি।’
২. সংকেত মাত্রে – ডাবিংয়ে জগতে সুপারস্টার অভিনেতা হিসেবে পরিচিত সংকেত মাত্রে। তিনি সুরিয়া, মহেশ বাবু এবং আল্লু অর্জুনের মতো তারকাদের গলার কন্ঠ ডাবিং করেছেন। পাশাপাশি তিনি হলিউডের অনেক ছবি হিন্দি ডাবিং করেছেন। সংকেত সুরিয়া ছবির জন্য হিন্দি ডাবিং করেছেন। তিনি মহেশ বাবু দ্য রিয়েল তেভার, দ্য রিয়েল টাইগার এবং এনকাউন্টার শঙ্করেরও হিন্দি ডাবিং করেছেন।

৩. শরদ কেলকার – তিনি একজন সুপরিচিত অভিনেতা এবং দুর্দান্ত ডাবিং শিল্পী। তিনি অনেক ছবিতেই ভয়েসওভার এবং ডাবিং করেছেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো এস এস রাজমৌলি পরিচালিত বাহুবলী ছবি। ছবির হিন্দি সংস্করণের শোনা প্রভাসের কণ্ঠটি আসলে শারদের। এর আগেও তিনি ফিউরি রোড, এক্স-ম্যান অ্যাপোক্যালিপস, গার্ডিয়ান অ্যান্ড দা গ্যালাক্সি মত অনেক সুপারহিট চলচ্চিত্র ছবিতে ডাবিং করেছেন।

৪. বিনোদ কুলকার্নি – দক্ষিণী সিনেমায় জনপ্রিয় নাম হল ডাবিং শিল্পী বিনোদ কুলকার্নি। তিনি ‘ব্রহ্মানন্দম’ ছবিটিতে তাঁর দক্ষতা দর্শকরা দেখেছিলেন। তাঁর কমিক চরিত্র দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। তিনি তার কন্ঠ দক্ষতা ব্যবহার করে প্রায় প্রতিটি ছবিতেই হিন্দি ডাবিং করে। তিনি পুষ্পা ছবিতেও হিন্দি ডাবিং করেছেন।
৫. রাজেশ কাভা- ‘পুষ্পা’ ছবিতে বিজয় এবং ধানুশের জন্য কণ্ঠ দিয়েছেন রাজেশ কাডা। এর আগে সুপার হিরো, শাহেনশাহ, তিরুমালাই, থাঙ্গা মাগান, সিংহম2, লিঙ্গা1 এবং বোম্ব উৎসবের মতো চলচ্চিত্রে হিন্দি ডাবিং করে করেছেন।