আদিপুরুষ-এ রাবণের স্ত্রী মন্দোদরী হয়েছিলেন অভিনেত্রী সোনল চৌহান, 2 মিনিট মুখ দেখিয়ে নিলেন মোটা অংকের পারিশ্রমিক

প্রভাস (Probhas) এবং কৃতি স্যানন (Kriti Sanon) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি আদিপুরুষ (Adipurush) মুক্তির পর থেকেই নিয়মিত শিরোনামে রয়েছে। ছবির সংলাপ থেকে শুরু করে হনুমান জি, রাম এবং রাবনের চেহারাও বেশ বিতর্কিত। ছবিতে বজরঙ্গবলী হনুমানের কথিত ছাপরি সংলাপগুলি শুনে দর্শকরা খুবই ক্ষুব্ধ। ছবিটি নিয়ে এতটাই তোলপাড় হয়েছে যে অনেক রাজ্যে আদিপুরুষ নিষিদ্ধ করার দাবিও উঠেছে। চারিদিকে ছবিটি নিয়ে চলছে ব্যাপক তোলপাড়।

তবে, ছবিতে রাবণের স্ত্রী ‘মন্দোদরী’র চরিত্র সবার নজর কাড়ছে। অন্য চরিত্রগুলোর তুলনায় কিছুটা হলেও প্রশংসা করিয়েছেন রাবণের স্ত্রী। ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন সাইফ আলি খান (Saif Ali Khan)। এছাড়া ছবিতে রাবণের স্ত্রী মন্দোদরী হয়েছেন জান্নাত খ্যাত অভিনেত্রী সোনল চৌহান (Sonal Chouhan)। কিন্তু ছবিতে মন্দোদরী যে সংলাপগুলি বলেছেন তা রামায়ণ থেকে সম্পূর্ণ আলাদা।

যখনই রামায়ণের কথা বলা হয়, তখনই ‘রামানন্দ সাগরে’র রামায়ণ নিয়ে আলোচনা হয়। রামানন্দ সাগরের রামায়ণে সবাই নিশ্চয়ই দেখেছেন যে মন্দোদরী বারবার রাবণ’কে, শ্রীরামের সাথে যুদ্ধ করতে বাধা দেন। কিন্তু আদিপুরুষ ছবিতে মন্দোদরীকে রাবণের যুদ্ধে যাওয়ার আগে সাদা শাড়িতে বিধবা হিসেবে দেখানো হয়েছে। মূল বিষয় হলো, ছবিতে রাবণের স্ত্রীর ভূমিকা। যার জন্য মাত্র কয়েক মিনিটের অভিনয়ের জন্য বেশ মোটা অংকের পারিশ্রমিক নিলেন অভিনেত্রী সোনল।

এই ছবিতে সোনল চৌহান’কে অভিনয় করতে দেখা গেছে মাত্র ২ থেকে ৫ মিনিট। আর এই অতিস্বল্প সময়ের অভিনয়ের জন্য যে টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি, তা বেশ আলোচনার বিষয় হয়ে উঠেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই চরিত্রের জন্য তাকে ২.৫ কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছে। তবে, এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে, সোনলের পারিশ্রমিক ছবিতে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সানি সিংয়ের সমান। এদিকে পুরো ছবিতেই সানিকে দেখা গেছে, অন্যদিকে মাত্র কয়েক মিনিটের ভূমিকার জন্য এত মোটা পারিশ্রমিক নিয়েছেন সোনল।