সমুদ্রে পাওয়া গেল দুর্লভ বেবি ভুতুড়ে সার্ক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী আছে, যাদের অনেকের নাম মানুষের জানা নেই। অনেক প্রাণী গভীর সমুদ্রে থাকে। সেই প্রাণীগুলো খুবই বিরল প্রকৃতির। বিজ্ঞানীরা সেইসব প্রাণীকে দশকের পর দশক খুঁজে বেরান। এরম কোন বিরল প্রাণীর ছবি নেট দুনিয়ায় শেয়ার হলেই মহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি নিউজিল্যান্ডের এমন কিছু প্রাণীর সন্ধান বিজ্ঞানীরা পেয়েছেন , যেটি সমুদ্রের ১২০০ মিটার গভীরতায় পাওয়া গেছে। এই প্রজাতির নাম ঘোস্ট হাঙর। এটির একটি বৈজ্ঞানিক নাম আছে, সেটি হলো চিমেরাস। এটি দক্ষিণ পূর্ব উপকূল থেকে বিজ্ঞানীরা গবেষণা করার সময় পেয়েছেন। এই প্রজাতি হাঙ্গর সাধারণত ১৮২৯ মিটার গভীরতাই পাওয়া যায়।

বিজ্ঞানীরা এই ঘোস্ট হাঙর সম্বন্ধে বিশেষ কিছু জানার নেই। কারণ এটি খুবই বিরল প্রজাতির। এটার সম্বন্ধে বলতে গেলে বিজ্ঞানীদের অনেক গবেষণা করার প্রয়োজন আছে। এই হাঙরের দেহের দৈর্ঘ্য ১.৫ মিটার পর্যন্ত হয়। এই বেবি হাঙর বলা হয়ে থাকে। এই শার্কের চোখ বড় এবং কালো হয়। এছাড়াও এটির একটা কালো পাখনা এবং সাদা লেজ রয়েছে।

এই হাঙরের মাথা অনেক বড়। সেই কারণে এই হাঙরকে ইঁদুরের মাছ, খরগোশ মাছ, হাতি মাছ এবং ভুতুড়ে মাছ নামেও এটাকে পরিচিত। এটার চামড়া মূলত স্বচ্ছ প্রকৃতির হয়। বিজ্ঞানীরা এই প্রজাতির হাঙর আগে গবেষণা করেননি। এই প্রজাতির পাওয়া যাওয়ার পর বিজ্ঞানীরা আশা করছেন, এই হাঙরের দ্বারা সাগরের গভীর রহস্য জানা যাবে।