ফুটবল বিশ্বকাপের ভুল করতে চান না IPL-এ মুকেশ আম্বানি সংস্থা, নিতে পারেন এই বড় সিদ্ধান্ত

ফুটবল বিশ্বকাপের ভুল করতে চান না IPL-এ মুকেশ আম্বানি

গত ২২সে নভেম্বর অর্থাৎ রবিবার থেকে শুরু হয়ে ফিফা বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022)। সমগ্র বিশ্বের মানুষের কাছে ফুটবলের এই গেম এক আলাদা অনুভূতি। এবারে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের দায়িত্বে রয়েছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা ভায়াকম ১৮ (Viacom 18)। জিও গ্রাহকেরা বিনামূল্যে জিও সিনেমাতে (Jio Cinema) ফুটবল বিশ্বকাপ দেখতে পাবে। তবে প্রথম দিন থেকেই এই অ্যাপে কিছু ত্রুটি (Technical Problem) দেখা দিচ্ছে। বিঘ্ন ঘটছে খেলা দেখায়, ফলে অনেক দর্শক ক্ষিপ্ত হয়েছে। এর সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মুকেশ আম্বানি। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

Football

বর্তমানে স্মার্টফোনের যুগে এখন আর কেও টিভিতে খেলা দেখে না। কাজের ফাঁকে স্মার্টফোনেই দেখে নেয় খেলার ঝলক। এবারে জিও সিনেমাতে বিনামূল্যে সম্প্রচারিত হচ্ছে বিশ্বকাপ। ফলে বেশিরভাগ দর্শক ফোনে ইনস্টল করে নিয়েছে এই অ্যাপ। তবে ম্যাচ শুরু থেকেই অ্যাপে দেখা দিচ্ছে সমস্যা। মাঝে মাঝেই থেকে যাচ্ছে খেলার সম্প্রচার। এতে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। এক ব্যাবহারকারী লিখেছেন, “আমার বাড়িতে ৩০০ এমবিপিএস গতিতে ইন্টারনেট রয়েছে। তা সত্ত্বেও খেলা থেমে থেমে যাচ্ছে। এ রকম বাজে অ্যাপ জীবনে দেখিনি।”

তবে থেকে নেই মুকেশ আম্বানির সংস্থা। প্রথম থেকেই এই সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে ভায়াকম ১৮। এই সংস্থা সকল গ্রাহককে অ্যাপটি আপডেট (Update) করে নিতে বলেছে। তবে আপডেট করে নেওয়ার পরেও সমস্যার সমাধান হয়নি বলে দাবি অনেকের। গত মঙ্গলবার পর্যন্ত গ্রাহকদের এই সমস্যার মুখে পড়তে হয়েছে। তবে আপডেট করার পর পুরোপুরি সমস্যার সমাধান না হলেও, আগের থেকে অনেক টাই ভালো হয়েছে।

mukesh ambani

 

প্রসঙ্গত, প্রায় ৮০ কোটি দর্শকের লক্ষ নিয়ে এগিয়েছিলো এই সংস্থা। তবে বর্তমানে এর গ্রাহক সংখ্যা ৮০ কোটি ছুঁয়েছে। আগামী দিনে আরো অনেক মানুষ এই অ্যাপ ডাউনলোড করবেন। তাই যাতে আর কোনো সমস্যায় পড়তে না হয়, তা দেখা হচ্ছে। অন্যদিকে পরের বছরের আইপিএল (IPL 2023) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে এই সংস্থা। যদি এভাবে সমস্যা থেকে যায় তবে তা সংস্থার পক্ষে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। তাই দ্রুত এই সমস্যার সমাধান করা হচ্ছে। দর্শকরা বিনামূল্যেই বিশ্বকাপ দেখতে পাচ্ছেন। তবে আগামী দিনে আইপিএল বিনা পয়সায় দেখতে পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অনেকেই মনে করছেন বাকি অ্যাপগুলির মতো এটিও ‘সাবস্ক্রাইব’ করতে হবে।