রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি-গাড়ি, ৮ বছর ধরে ছবিতে কাজ না করেও এইভাবে উদয় চোপড়া তৈরি করেছেন কোটি টাকার সম্পত্তি

বলিউড ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার জন্য প্রতি বছরই মুম্বাইতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসে অডিশন দিতে। হাজার হাজার ছেলেমেয়ে মধ্যে মাত্র গুটিকয়েক চান্স পেয়ে থাকে ইন্ডাস্ট্রিতে। চান্স পেয়েও এই জায়গায় টিকে থাকা বড় চ্যালেঞ্জের ব্যাপার। বলা হয়ে থাকে হিন্দি সিনেমায় আসাটা যতটা কঠিন, তার চেয়ে আরো বেশী কঠিন এখানে টিকে থাকা।

হিন্দি সিনেমাতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করতে সফল হয়েছেন। আবার অনেক শিল্পী আছেন, যারা এখনো নিরন্তর সংগ্রাম করে যাচ্ছেন। এমন কিছু অভিনেতা আছেন, যাদের প্রথম ছবি হিট হলেও তারা ক্রমশ হারিয়ে গেছেন সিনেমা জগত থেকে। সেই সব অভিনেতাদের মধ্যে একজন অসফল অভিনেতা হলেন উদয় চোপড়া।

উদয় চোপড়ার জন্মগ্রহণ করেছিলেন মুম্বাইতে ৫ই জানুয়ারি,১৯৭৩ সালে। তিনি ছিলেন যশ চোপড়ার ছেলে। তাঁর দাদা হলেন আদিত্য চোপড়া, যিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। উদয়ের আরও একটা পরিচয় হলো, তিনি হলেন অভিনেত্রী রানী মুখার্জীর শ্যালক। তিনি অভিনয় জগতে পদার্পণ করেছিলেন ‘মোহব্বতেন(২০০০)’ ছবি দিয়ে। ছবিটি সুপার হিট হয়েছিল। কিন্তু তিনি অন্যান্য ছবিতে অত বেশি খ্যাতি অর্জন করতে পারেননি।

তবে উদয় চোপড়া মোট ৪০কোটি টাকার সম্পত্তির মালিক। তিনি প্রতিবছর ব্র্যান্ড এনডোর্সমেন্ট ইত্যাদি করে ৫কোটি টাকা আয় করে থাকেন। তিনি বহু বিলাসবহুল গাড়ির মালিক। বর্তমানে তিনি যশ রাজ ফিল্মসের ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন। তাঁর বর্তমান বয়স ৪৯ বছর তবে তিনি এখনো বিয়ে করেননি। উদয়ের ‘ধুম’ সিরিজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। ‘ধুম’ সিরিজের করে তিনি অনেক খ্যাতি অর্জন করেছিলেন। এরপর থেকে তাঁর একের পর এক ছবি ফ্লপ হতে শুরু করে। চলচ্চিত্র জগতে তাঁকে ফ্লপ অভিনেতা হিসেবে গণ্য করা হয়। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘ধুম3 ব্যাক ইন অ্যাকশন(2013)’ ছবিতে। এটাই তাঁর শেষ ছবি। এরপর থেকে তিনি চলচ্চিত্র জগত থেকে দূরে রয়েছেন।