এই ৪ টি কাজ করার পর করবেন না পুজো, পড়তে পারেন মহাপাপের মুখে

পূজা-অর্চনা প্রত্যেকটি হিন্দু পরিবারেই লক্ষ্য করা যায়। এটি এমন একটা জিনিস যার মাধ্যমে মানুষ ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করে। শোনা যায় যদি ভগবান পুজোতে প্রসন্ন হলে তিনি আশীর্বাদ করেন। কিন্তু অনেক সময় পুজোয় কোন ত্রুটি হলে তিনি আবার রুষ্টও হতে পারেন।

কিন্তু কিছু কাজ আছে যেগুলো করার পর পুজোতে বসা পাপ বলে বিবেচিত হয়। আমিষ খাওয়ার পর কোনদিনই পূজায় বসা উচিত নয়। স্নান করে তবেই পুজোতে বসা উচিত। শৌচ কর্ম করার পর পূজায় বসা অনুচিত। যদি কোন মানুষ সকালে শৌচকর্ম করার পর, স্নান করে পূজায় বসেন তাহলে সেটি হচ্ছে সর্বোত্তম।

কিন্তু স্নান করার পর শৌচ কর্ম কর্ম করে পূজায় একদম উচিত নয়। ঝগড়া করার পর বা মন খারাপের সময় পুজো করাটাও অনুচিত। উপাসনার সময় শান্ত চিত্তে উপাসনা করা উচিত। কোনো নেতিবাচক চিন্তা এলে সেই সময় পুজো থেকে বিরত থাকা উচিত। পুজোর সময় মন শান্ত রাখা অত্যন্ত প্রয়োজনীয়।

নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র হয়ে পূজা-অর্চনা করা উচিত। স্নান না করে, নোংরা কাপড় পরে, ঘর পরিষ্কার করে পূজা অর্চনা করা উচিত নয়। যদি কোনো পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ থাকে। তাহলে সেটি হবে সর্বদাই স্নান করার পূর্বে। স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে পবিত্র হয়ে সব সময় ভগবানের উপাসনা করা উচিত।