মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্সএর মধ্যে পার্থক্য, দেখে নিন

একটা প্রশ্ন কম বেশি সবার মধ্যেই বিভ্রান্ত সৃষ্টি করে, প্রশ্নটি হল মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ডএর মধ্যে পার্থক্য কি? এই বছর মিস ইউনিভার্স অনুষ্ঠিত হয়েছিল ইসরাইলে। গত ২১ বছর পর ৭০ তম মিস ইউনিভার্স হলেন ভারতীয় কন্যা হারনাজ সান্ধু। কিন্তু আজ মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড এর পার্থক্য নিয়ে আলোচনা করা যাক।
প্রথমেই জেনে নিন মিস ওয়ার্ল্ড সম্বন্ধে,
বাংলায় বলা হয়ে থাকে বিশ্ব সুন্দরী। এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের সুন্দরী মহিলারা অংশগ্রহণ করে থাকেন। বিচারকরা সুন্দরী নারীদের চেহারা, শারীরিক ভাষা, রসবোধ এবং প্রতিভার ওপর ভিত্তি করে বিশ্বের অন্যতম সুন্দরী মেয়েকে বেছে নেন। যুক্তরাজ্যএ প্রথমবার মিস ওয়ার্ল্ড অনুষ্ঠিত হয় ১৯৫১ সালে। অনুষ্ঠানটি আয়োজিত করেছিলেন ক্যালিফোর্নিয়ায় মহিলা প্রেসিডেন্ট জুলিয়া এবং তাঁর স্বামী অলিক।
Congratulations to Harnaaz Sandhu on being crowned as Miss Universe 2021. You have made the country proud. pic.twitter.com/5usLrVBoke
— Akash Anand (@AnandAkash_BSP) December 13, 2021
মিস ইউনিভার্স
বাংলায় বলা হয়ে থাকে ব্রহ্মাণ্ড সুন্দরী। তবে মিস ওয়ার্ল্ডএর প্রতিযোগিতা যে দেশে হবে, সেই দেশের মিস ইউনিভার্সের প্রতিযোগিতা অনুষ্ঠান হওয়ার নিয়ম নেই। এই প্রতিযোগিতায়েও সুন্দরী মহিলারা অংশগ্রহণ করতে পারবেন। তবে প্রার্থীর বয়স প্রতিযোগিতার নিয়ম অনুসারে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই বিউটি প্রেজেন্টএর বিজয়ী হতে হবে। প্রতিযোগিতায় একজন জাতীয় পরিচালক থাকবে এবং প্রার্থী যে দেশের হয়ে অংশগ্রহণ করছে সেই দেশের পরিচালক থাকবে। প্রতিযোগিতার অনুষ্ঠানটি প্রথমবার শুরু করেছিলেন ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্যাসিসিক মিলসে প্রেসিডেন্ট পলা শোগার্ট।