দেবগুরু বৃহস্পতির মীন রাশিতে অবস্থান, আমূল পরিবর্তন আসছে এই তিন রাশির ভাগ্যে…

কথায় বলে যার বৃহস্পতি (Jupiter) তুঙ্গে সে নিজের লক্ষ্যে পৌঁছাতে সর্ব সক্ষম হন। বৃহস্পতি ব্যাতিত জীবনে সাফল্য এবং লক্ষ্মী লাভের সম্ভাবনাও কম। তবে গ্রহের ফের ভালো হলে আপনি যে কোনো বাঁধা বিপত্তি কাটিয়েই নিজের কর্ম সফল করতে পারেন। বিগত কয়েক বছর পর আবার এই গ্রহের ফেরে ভাগ্য বদলাতে চলেছে বেশ কয়েকটি রাশির (Horoscope) জাতকদের। কারণ বারো বছর পর ফের বৃহস্পতি মীন রাশিতে (Horoscope) অবস্থান করছে।
অর্থাৎ ২০২৩ এর ৪ সেপ্টেম্বর থেকে দেবগুরু বক্রী হবেন। মীন রাশিতে বৃহস্পতির বক্রী হলে ১২ টি রাশিকে প্রভাবিত করবে। যার জেরে শুভ যোগ আসতে পারে বেশ কয়েকটি রাশির। সেই তিন রাশির মধ্যে রয়েছে মিথুন, কর্কট এবং মেষ। ২০২৩ এর সেপ্টেম্বর থেকেই এই তিন জাতকের শুভ যোগ আসতে চলেছে । আসুন জেনে নেওয়া যাক এই তিন রাশির জাতকদের জীবনে কি কি বদল আসতে চলেছে।
কোন কোন রাশির ভাগ্য পাল্টাবে
মেষ : প্রথমেই আসা যাক এই রাশির জাতকদের কথায়। এই রাশির জাতকদের আর্থিক দিক থেকে উন্নতি আসতে চলেছে। ব্যবসায় ভালো যোগ রয়েছে। এক্ষেত্রে যদি কেউ মনে করেন তাঁরা ব্যবসায় বিনিয়োগ করতে চান তবে তাঁদের জন্য এটাই উপযুক্ত সময়। এই সেপ্টেম্বরে মেষ রাশির জাতক জাতিকারা বৃহস্পতি গ্রহের বক্রী গতির দ্বারা খুব উপকৃত হবেন। তাই তাঁদের বৈবাহিক জীবনেও আমূল পরিবর্তন আসবে। সংসারে আনন্দ বাড়বে এবং প্রতিদিনই সুন্দর হবে। শরীর স্বাস্থ্যও ভালোই থাকবে। সব মিলিয়ে প্রতিটি কাজই হবে।
মিথুন : এই রাশির জাতকদের মধ্যে যারা এখনো অবিবাহিত তাঁদের জন্য সুখবর আসতে চলেছে। তাঁরা নিজের জীবনসঙ্গী খুঁজে পাবেন। আর্থিক দিক থেকেও শুভ যোগ রয়েছে। যারা পরিবার থেকে দূরে থাকেন তাঁদের পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ মিলতে পারে। এই বছর সব মিলিয়ে বৃহস্পতির বক্রী গতি মিথুন রাশির জাতকদের অনেক সুবিধা দেবে।
কর্কট : বৃহস্পতির বক্রী গতি এই রাশির জন্য ভালো সময় আনবে। যারা আর্থিক দিক থেকে সমস্যায় আছেন। তাঁদের জন্য সুখবর আছে। অন্যদিকে যারা দীর্ঘদিন চাকরি খুঁজছেন তারাও কাজের সন্ধান পাবেন। পরিবারের পাশাপাশি মনের মানুষের সাথে ভালো সময় কাটানোরও সুজোগ আসছে। সব মেয়ে সপ্টেম্বর থেকে দারুন সময় শুরু হবে এই রাশির।