পৃথিবীর সবচেয়ে দামি গাছ, ১ কাঠা চাষ করলেই কোটিপতি, একটি গাছেই মিলবে আজীবন পেনশন

বর্তমান সময়ে কৃষকদের কিছু চাষের ক্ষেত্রে লোকসানের সম্মুখীন হতে হয়। তখন তাঁরা বাধ্য হয়ে কৃষি কাজ ছেড়ে শহরে যেতে বাধ্য হন। যাতে তারা অন্য কোন কাজ করে নিজেদের সংসার চালাতে পারেন। আসলে কৃষিকাজে কৃষকদের খরচ অনেক সময় খুবই বেশি হয়, এজন্য তারা ঋণ নিতে বাধ্য হয়। অনেক সময় তারা ঋণ পরিশোধ করতে পারেন না। এর ফলে তারা তাদের জীবনকে শেষ করে দিতে বাধ্য হন।

চন্দন গাছ:
আজ আপনাদের এমন একটি গাছের কথা বলব। সেই গাছগুলো চাষ করলে কোটি টাকা আয় করা সম্ভব হয়। সেই গাছটি হলো চন্দন গাছ। এই গাছ চাষ করলে ভালো রকম আয়ের সম্ভব হবে। তবে সরকারের তরফ থেকে চন্দন গাছের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সরকার কৃষকদের কাছ থেকে এসব গাছ কিনে নেন।

চন্দন গাছ সম্পর্কে তথ্য:
আন্তর্জাতিক বাজারে চন্দনের চাহিদা অনেক বেশি। কিন্তু বিশ্বের চন্দন কাঠ কম উৎপাদনের কারণে বিশ্বে চন্দনের চাহিদা পূরণ হয়না। যে কারণে চন্দনের দাম অনেক বেড়ে গিয়েছে। যদি চন্দন গাছে বিনিয়োগ করা হয়, তাহলে এখান থেকে বহুগুণ বেশি অর্থ উপার্জন করা সম্ভব হবে। চন্দন গাছ রোপন করা হয় দুটি পদ্ধতিতে। একটি হলো জৈব পদ্ধতিতে এবং অন্যটি হলো ঐতিহ্যগত।

জৈব ভাবে চন্দন গাছ জন্মাতে প্রায় ১০ থেকে ১৫ বছর সময় লাগে। তবে সনাতন পদ্ধতিতে ২০ থেকে ২৫ বছর লেগে যায়। গাছটি যখন প্রথম থেকে বাড়তে শুরু করে তখন ফসলে পশুর আক্রমণের আশঙ্কা থাকে। সেজন্যই এই গাছ রক্ষা করা খুবই জরুরি। চন্দন কাঠ সুগন্ধি এবং আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। প্রতি কেজি বিক্রি হয়ে থাকে ৩ থেকে ৭ হাজার টাকার দরে। কখনো কখনো তো সেটা আবার ১০ হাজারের উপর উঠে যায়। চন্দন গাছ চাষ করতে ৩ লাখ টাকা খরচ হলেও, সেখান থেকে আয় হয় ১.২৫ কোটি টাকা থেকে ১.৫কোটি টাকা।