১৪০ কেজি ওজনের নাদুসনুদস থেকে আজ সিক্সপ্যাক, এক ঝটকায় বদলে গেছিল অর্জুন কাপুরের জীবন

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন অর্জুন কাপুর। তিনি বলিউডে অনেক ভালো ভালো মুভি করেছেন। তিনি অভিনেতা হওয়ার আগে থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যুক্ত ছিলেন। তিনি ‘ওয়ান্টেড’ এবং ‘নো এন্ট্রি’ ছবির প্রযোজক ছিলেন। তিনি ‘কাল হো না হো’তে সহকারী পরিচালক ছিলেন। তিনি নিখিলের ‘সালাম ই ইশক’ ছবিতেও সহকারী পরিচালক ছিলেন। তিনি ২০১২ সালে বলিউডের ছবি ‘ইশকাজদের’ মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। আসুন আজ অর্জুন কাপুরের ব্যাপারে বিস্তারিত জেনে নিন।

তাঁর জন্ম ১৯৮৫ সালের ২৬শে জুন। তিনি হলেন জনপ্রিয় প্রযোজক বনি কাপুর ও মোনা সরির ছেলে। তাঁর দুই সৎ বোন রয়েছে, জাহ্নবী এবং খুশি।
চলচ্চিত্রে অভিনয় করার আগে তাঁর ওজন ছিল প্রায় ১৪০ কেজি। এরকম অবস্থায় অভিনেতা হওয়ার কথা ভাবাও তাঁর পক্ষে সম্ভব ছিল না। কারণ অভিনয় করার জন্য স্মার্ট দেখতে হতে হয়। এরপর অর্জুন কাপুর তার ওজন কমানোর জন্য জিমে যেতে শুরু করেন।

অর্জুন কাপুর এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ আমি সালমান খানের জিমে যেতাম। সালমান সবসময় আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। তিনি বলতেন, একটু ওজন কমাতে পারলেই চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করা যেতেই পারে। আমি খুব কঠোর পরিশ্রম করে নিজের ওজন কমিয়েছি। তিনি সবসময় ভালো শরীর থাকার জন্য নির্দেশ দিতেন। তা ছাড়া অতিরিক্ত ওজনের জন্য আমার হাঁপানি হতো, এর কারণে ১০ সেকেন্ডও দৌড়াতে পারতাম না।’

বলিউডের প্রথম ছবি তাঁর হিট হওয়ার পর তিনি কিছুদিন চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছিলেন। তবে বিরতি থেকে ফিরে এসে তিনি অনেক ভালো ভালো কাজও করেছেন। তাঁকে দেখতেও এখন ফিট এবং স্মার্ট লাগে। তিনি ডেটিং করছেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকার সাথে। যদিও মালাইকা তাঁর থেকে অনেক বড়। এরজন্য অর্জুন কাপুরকে অনেক ট্রোলের মুখে পড়তে হয়। যদিও তিনি এসব খোলাখুলি মেনে নিয়েছেন।