CDS জেনারেল বিপিন রাওয়াতকে দেওয়া হোক ভারতরত্ন, উঠছে জোর দাবি

২০২১-এর বেশকিছু খারাপ মধ্যে ঘটনার বছরেরে শেষের দিকে দেশ এক গভীর শোকের শোকাহত হয়েছিল গোতা দেশ। এক ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রয়াত হন দেশের চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat)। ভারতীয় বায়ুসেনার নির্ভরযোগ্য ও নবীনতম সদস্য Mi-17V5 হেলিকপ্টারে সেদিন একই বিমানে সওয়ার হওয়া তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৪ জনও মারা গিয়েছিলেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর শোকের সাগরে ডুবে গিয়েছিল গোটা দেশ। আর এবার সেই আবেগের দিক থেকেই ভারতরত্ন দেওয়ার দাবি উঠল দেশের প্রথম সিডিএস জেনারেল বিপিন রাওয়াতকে। আর এই দাবি করলেন যোগগুরু স্বামী বাবা রামদেব। যা নিয়ে এখন জোর চর্চা চলছে জাতীয় স্তরে। ১৯৫৮ সালে উত্তরাখণ্ডের এক সেনা পরিবারে জন্মগ্রহণ করেন জেনারেল বিপিন রাওয়াত।

এরপর ১৯৭৮ সালে ভারতীয় সেনার ১১ গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়নে যোগ দেন তিনি। নিজের কর্মদক্ষতার জোরে সেখানেই আবার কর্নেল হিসেবেও যোগ দেন তিনি।
মেজর হিসেবে নিযুক্ত হয়েছিলেন জম্মু-কাশ্মীরের উরি সেক্টরেও। ১৯৭৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিজের ৪০ বছরের কর্মজীবনে বহু পদক অর্জন করেছেন।

পাশাপাশি পরম বিশিষ্ট সেবা মেডেল, সেনা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল, উত্তম যুদ্ধ সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, যুদ্ধ সেবা মেডেল, বিদেশ সেবা মেডেলে সম্মানিত হন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। আর এবার তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠল। অন্যদিকে তাঁর মৃত্যুর পর তাঁর জায়গায় নতুন সিডিএস কে হবেন, সেই নিয়ে জোর আলোচনা চলছে জাতীয় স্তরে।