এক সময় ছিল না স্কুল ফিস দেওয়ার টাকা, আজ ৩০ কোটি টাকার বাড়িতে থাকেন রোহিত শর্মা, দেখুন ছবি

কঠোর পরিশ্রম এবং চেষ্টার দ্বারা অসম্ভব কে সম্ভব করে তোলা যায়। কিন্তু তার জন্য সৎ হওয়া প্রয়োজন। আমাদের দেশের অনেক কোটিপতি মানুষ যারা একসময় গরীব বা মধ্যবিত্ত বাড়ি থেকে বড় হয়েছেন, তাদের কাছে একটা সময় একবেলা খাবার পর্যন্ত জুটত না। কিন্তু নিজেদের চেষ্টা এবং প্রচেষ্টার দ্বারা আজ তারা সফল। আজ এমনই এক ব্যক্তির কথা বলব যিনি নিজের কঠোর পরিশ্রমের দ্বারা ভারতীয় ক্রিকেট জগতে নিজের জায়গা করে নিয়েছেন।
তিনি হলেন রোহিত শর্মা। তিনি ক্রিকেটার জগতে হিটম্যান নামেও পরিচিত। তিনি অনেক ভালো ভালো পারফর্মেন্স করেছেন খেলোয়াড় হিসেবে। তবে আজ তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবো। আপনাদের হয়তো জানা নেই, রোহিত শর্মা বলিউড তারকাদের মতো বিলাসবহুল জীবনযাপন করে। তবে তাঁর সাফল্যের পিছনে রয়েছে অনেক অসফলতা।
রোহিত শর্মা ছোটবেলায় পরিবারের সাথে বাড়িতে এক বেড রুমে থাকতেন। একটা সময়ে স্কুলের ফিস জমা দেওয়ার মতো তার কাছে ৫০০ টাকাও ছিল না। তিনি অনেক সময় ফিস জমা দিতে পারতেন না। কিন্তু নিজের চেষ্টা এবং প্রচেষ্টার দ্বারা আজ তিনি মুম্বাই শহরে ৩০ কোটি টাকার বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন।
Photos Of Rohit Sharma’s Super-Luxurious House Which Is Worth INR 30 Crore ru pic.twitter.com/5ty4QhIVdS
— Ek Number News (@EkNumberNews) September 11, 2021
বলিউড তারকা সালমান খানের বাড়ির দাম ১৬ কোটি টাকা, সে জায়গায় রোহিত শর্মার বাড়ি মূল্য ৩০ কোটি টাকা। এই বিলাসবহুল বাড়িটিতে ব্যবসায়ীক মিটিং করার জায়গা রয়েছে। আলাদা অফিস রুম এবং সুইমিংপুলও রয়েছে। পুরো বাড়িটিতে ইন্টেরিয়র ডেকোরেশন করেছে সিঙ্গাপুরের বিখ্যাত ডিজাইনার ‘পামার এন্ড টার্নার।
তাঁর বিলাসবহুল বাড়িতে ৪টি বড় সাইজের বেডরুম রয়েছে এবং বড় রান্নাঘর আছে। তাঁর অ্যাপার্টমেন্টটি ৬০০০ হাজার বর্গফুটের। ঘরের জানলা দিয়ে আরব সাগর দেখা যায়। তিনি তাঁর স্ত্রী ঋত্বিকা ও তাদের একমাত্র মেয়ে আদরার সঙ্গে এই বিলাসবহুল বাড়িতে থাকেন।