প্রয়াত হলেন গায়িকা সন্ধ্যা মুখার্জী, শোক প্রকাশ করলেন মমতা বানার্জী থেকে শুরু করে শেখ হাসিনা

প্রখ্যাত বাঙালি গায়িকা সন্ধ্যা মুখার্জি, তাকে চেনে না এমন বাঙালি হয়তো পাওয়া যায় না। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তিনি ৯০ বছর বয়সী হয়েছিলেন। হাসপাতালের এক কর্মকর্তার মাধ্যমে জানা যায় এই তথ্যটি। সন্ধ্যা মুখার্জি এসডি বর্মণ, নওশাদ এবং সলিল চৌধুরীর মতো প্রবীণ সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছেন।

অসুস্থতার কারণে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই সংগীত শিল্পী। জানা যায় শেষের দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এছাড়াও তিনি হৃদরোগেও ভুগছিলেন বলেও জানা যাচ্ছে।

তার অনেক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে গায়িকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান- ‘খুব দুঃখের বিষয় যে বাংলার রাগের রাণী গীতশ্রী সন্ধ্যা মুখার্জি আর নেই। তার চলে যাওয়া আমাদের সঙ্গীত জগতে শুধু না লক্ষ লক্ষ অনুসারীদের হৃদয়ে একটি চিরন্তন শূন্যতা তৈরি করে।

আমি তাকে আমার বড় বোন হিসেবে দেখতাম। তার চলে যাওয়া আমার জন্য অনেক দুঃখের ব্যাপার। জনপ্রিয় সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। শেখ হাসিনা বলেছেন- ‘তার নিজস্ব গানের জগতের পাশাপাশি তিনি বাংলাদেশের মুক্তি যুদ্ধে অবদান রেখেছিলেন। তার আত্মা শান্তি কামনা করি।’