Optical Illusions: গভীর জঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে সবুজ রঙের টিয়া, কেবলমাত্র জিনিয়াস লোকেরাই ১৩ সেকেন্ডের মধ্যে পারছেন খুঁজে বের করতে

কিছু কিছু ছবি এমন ভাবে তৈরি করা হয় যা চোখ ও মাথাকে কনফিউজড করে দেয়। এই ছবি গুলিকে অপটিক্যাল ইলিউশন বলে। তবে এই কনফিউশনে ভরা ছবি গুলিতে মাথা খাটাতে বেশ মজাই লাগে সবার। কারণ ছবিতে লুকিয়ে থাকা কনফিউশনগুলি আপনার ব্যক্তিত্বের বিষয় অনেক কথা বলে। ব্যক্তিত্ব সম্পর্কিত এই কথাগুলির মধ্যে কিছু এমন ফ্যাক্ট কথা থাকে যা আপনিও এতদিন নিজের সম্পর্কে জানতেন না।

তবে কিছু কিছু অপটিক্যাল ইলিউশনের (Optical illusion) ছবি আবার শুধু মজা বা ব্রেনের খেলার জন্য শুধু মাত্র তৈরি করা হয়। বলা যেতে পারে অপটিক্যাল ইলিউশন ছবি গুলির শিল্পীদের মানুষকে দিয়ে ব্রেনের ব্যায়াম করানোর দক্ষতা রয়েছে। সম্প্রতি এমনি একটি ব্রেনের ব্যায়াম করানো অপটিক্যাল ইলিউশন (Optical illusion)ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ছবিতে ইউজারদের চ্যালেঞ্জ (challenge) করা হয়েছে যে তাদের ছবির মধ্যে থাকা পাতা গুলির মধ্যে লুকিয়ে থাকা সবুজ টিয়া পাখিকে (Green parrot) খুজে বার করতে হবে। আর এটি খুজেবার করার জন্য সময় দেওয়া হয়েছে ১৩ সেকেন্ড।

অপটিক্যাল ইলউশনের এই ছবিতে আমরা জঙ্গল জাতীয় এলাকা দেখতে পাচ্ছি যেখানে সবকিছু সবুজ গাছপালা বা পাতা দ্বারা ভরা রয়েছে। অর্থাৎ যেদিকেই চোখ যাচ্ছে আমরা শুধু সবুজ রঙ বা সবুজ গাছপালা দেখতে পাচ্ছি। অন্য কোনো রঙ এই ছবিতে খুব একটা চোখে পড়ছে না। আর এই পাতা বা গাছপালার মধ্যেই মিশে রয়েছে একটি সবুজ রঙের টিয়া পাখি। আর এই টিয়া পাখিকে খুঁজে বার করার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে জনগণকে। আর খুঁজে পাওয়ার সময়সীমা হিসাবে বলে দেওয়া হয়েছে যে ১৩ সেকেন্ডের মধ্যে টিয়া পাখি খুঁজে বার করতে হবে। তবে আর দেরি না করে সবুজ গাছপালার মধ্যে মিশে থাকা টিয়া পাখিকে খুঁজে বার করুন। আপনার সময় শুরু হলো এখন থেকে …১…২…৩…৪…৫..৬..৭..৮..৯..১০..১১..১২..১৩…

Optical illusion solution

এই ছবিটির বিষয় এই কথা বলতেই হবে যে এই ছবি একটা মজাদার মাধ্যম আপনার IQ লেভেল পরীক্ষা করার। আর এই ছবিটি শুধু IQ পরীক্ষা নয় আপনার IQ স্তর নির্ধারণ করার একটি ভালো উপায়। আমরা আশা করছি আপনারা বেশিরভাগ মানুষই পেরেছেন এই ট্রিকি ছবির মধ্যে থেকে সবুজ টিয়া পাখি (Green parrot) খুঁজতে। যারা খুঁজে পেয়েছেন তাদের অভিনন্দন। কিন্তু যারা উত্তর খুঁজে পাননি তাদের উদ্দেশ্য আমরা উত্তরের ছবি উপরে দিয়ে দিলাম।