ফ্লাইট লাগবে না, সড়কপথে এই ৭ টি দেশে ঘুরতে যেতে পারবে ভারতীয়রা

গাড়ি করেই হবে বিদেশ যাত্রা, এই ৭টি দেশ ভ্রমণ করা যাবে অনেকের নেই পাসপোর্ট-ভিসার ঝামেলা

ভারতীয়রা ভ্রমণের অনুরাগী! আর সেই ভ্রমন যদি নিজ দেশ ছাড়িয়ে ভিন দেশে হয় তাহলে তো কোন কথাই নয়। তবে বর্তমানে মূল্যস্ফীতির কথা মাথায় রেখে মানুষকে টাকার দিকটাও ভাবতে হয়। তাই অনেক মানুষের মধ্যে বিদেশি পরিবেশ (travel abroad) দেখার ইচ্ছে করলেও টাকার সীমাবদ্ধতার কারণে ইচ্ছাপূরণ হয়ে ওঠে না। কিন্তু এই প্রতিবেদনে আমরা আপনাকে এমনই ৭টি দেশের কথা বলব যেখানে আপনি গাড়িতে করেই কম খরচে ভ্রমণ করতে পারবেন। লাগবে না কোন ফ্লাইটের টিকিট, গাড়ি করেই ঘুরে দেখতে পারবেন এইসব দেশের পরিবেশ। আসুন জেনে নেওয়া যাক।

 

১. নেপাল:-

নেপাল (Nepal) একটি ভারতের (India) প্রতিবেশী দেশ। নেপাল আপনি ফ্লাইট ছাড়াই গাড়িতে করে ভ্রমণ করতে পারবেন। যার অভিজ্ঞতার আলাদা মজা উপভোগ করবেন। গাড়িতে করে ভ্রমণের সময় অনেক সুন্দর দৃশ্য দেখা যাবে। আমরা আপনাকে বলি, এর জন্য কোন অন্য লাইসেন্সের প্রয়োজন হবে না, শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে। ভারতীয়দের জন্য আলাদা করে কোন ভিসাও লাগেনা। দিল্লি থেকে নেপালের দূরত্ব হাজার ১০৭৯ কিলোমিটার। দিল্লি থেকে সরাসরি নেপাল ভ্রমণ করা যাবে।    Nepal

২. ভুটান:-

নেপালের মতোই ভুটানও (Bhutan) ভারতের একটি প্রতিবেশী দেশ। নেপালের মতোই ভুটানেও ভারতীয়রা সহজে প্রবেশ করতে পারে। গাড়িতে করে ভ্রমণ করলে ভারতীয়দের আলাদা করে কোন পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হয় না। দিল্লি থেকে ভুটানের দূরত্ব ১৯১৫ কিলোমিটার।

৩. বাংলাদেশ:-

ভারতের আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ (Bangladesh)। গাড়িতে করে ভারতীয়রা বাংলাদেশ ভ্রমণ করতে চাইলে খুব একটা সমস্যার সম্মুখীন হবে না। এখানে যেতে হলে আপনাকে পাসপোর্ট নিতে হবে এবং ভিসার জন্য কোন সমস্যা নাই সহজেই দূতাবাস থেকে পেয়ে যাবেন ভারতীয়রা। দিল্লি থেকে বাংলাদেশ দূরত্ব ১৭৯৯ কিলোমিটার। এখান থেকে আপনি খুব সহজেই বাংলাদেশের রাজধানী ঢাকা প্রবেশ করতে পারবেন।

৪. মালয়েশিয়া:-

মালয়েশিয়া এমন একটি দেশ যেখানে ভারতীয়রা গাড়িতে করেই ভ্রমণ করতে পারবেন। তবে মালয়েশিয়া যেতে হলে আগে মায়ানমার ও থাইল্যান্ডের উপর দিয়ে ভ্রমণ করতে হবে। এখানে ভ্রমণের সময় পাসপোর্ট, ভিসা, ড্রাইভিং লাইসেন্স থাকলে কোন সমস্যার সম্মুখীন হতে হয় না। সড়কপথে দিল্লি থেকে মালয়েশিয়ার দূরত্ব ৫,৫৩৭ কিলোমিটার। সময় লাগে প্রায় ৯৫ ঘন্টা।    Maleshiya

৫. শ্রীলঙ্কা:-

আপনি গাড়ির মাধ্যমে দিল্লি থেকে শ্রীলঙ্কায় (Srilanka) যেতে পারেন। এর জন্য আপনাকে ৬টি রাজ্য অতিক্রম করতে হবে। যার মধ্যে- উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। আপনি তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পৌঁছতে পারবেন। সড়ক পথে দিল্লি থেকে শ্রীলঙ্কার দূরত্ব ৩৫৭১ কিলোমিটার এবং ভ্রমণের জন্য সময় লাগে ৪৮ ঘন্টা।

৬.থাইল্যান্ড:-

আপনি যদি থাইল্যান্ড যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে ফ্লাইট ছাড়া গাড়িতেও ভ্রমণ করতে পারেন। থাইল্যান্ডের বিশেষ হলো এখানকার সংস্কৃতি। এখানে আকর্ষণীয় হিসাবে আপনি সুন্দর সৈকত, গীর্জা এবং মন্দির বিভিন্ন সুন্দর জিনিস দেখতে পাবেন, যা আপনাকে মুগ্ধ করবে। কম বাজেটেই এখানে ভ্রমণ উপভোগ করা যাবে। এখানে যেতে আপনার একটি ভিসা এবং একটি বিশেষ পারমিশন লাগবে। সড়কপথে দিল্লি থেকে থাইল্যান্ডের দূরত্ব ৪,১৩৮ কিমি।

৭. তুরস্ক:-

আপনি যদি গাড়ি চালাতে পছন্দ করেন এবং লং ড্রাইভ করতে চান, তাহলে আপনার জন্য তুরস্ক সবচেয়ে ভালো জায়গা হবে। দিল্লি থেকে তুরস্কের পুরো যাত্রায়, আপনি বিভিন্ন অভিজ্ঞতা পাবেন। দিল্লি থেকে তুরস্কের রোড- নতুন দিল্লি- লাসা- চীন- কিরগিজস্তান- উজবেকিস্তান- তুর্কমেনিস্তান- ইরান- তুরস্ক। এখানে ভ্রমণের সময় আপনি দারুণ দৃশ্য উপভোগ করতে পারবেন। সড়কপথে দিল্লি থেকে তুরস্কের দূরত্ব ৩,৯৯৫ কিলোমিটার।      Turoshko