ঘরে বসে মাত্র ১০ মিনিটেই পেয়ে যাবেন হুইস্কি থেকে বিয়ার! রইল এমনই ৫ অ্যাপের হদিশ

ধীরে ধীরে সুরাপ্রেমী মানুষের সংখ্যা যেন দিনকে দিন বেড়েই চলেছে। সেইসঙ্গে বাড়ছে মদের দোকানের বাইরের লম্বা লাইনও। এই অবস্থায় অনেকেই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মদ কেনার থেকে বাড়িতে বসেই অনলাইনে বিয়ার এবং হুইস্কি অর্ডার দিতে বেশি পছন্দ করে থাকেন। এবার এই সকল মানুষদের জন্য এমন ৫ অ্যাপের বিষয়ে জেনে নিন, যা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে মদ।

img 20230509 130115

বুজি অ্যাপ (Buji)- ২০২২ সালের জুন মাস থেকে কলকাতায় এই অ্যাপ চালু করা হয়েছে। কলকাতার ৪৫ টি স্টোরের সঙ্গে যুক্ত রয়েছে এই অ্যাপ। শুধু তাই নয়, প্রতি চার কিলোমিটারে একটি করে স্টোর রয়েছে বুজির। এটিই একমাত্র অ্যাপ যা মাত্র ১০ মিনিটে আপনার দেওয়া ঠিকানায় মদ ডেলিভারি করবে। সেইসঙ্গে এক কিলোমিটারের মধ্যের অর্ডার বিনামূল্যে ডেলিভারি দেয় এই অ্যাপ।

img 20230509 130143

সুইগি অ্যাপ (Swiggy)- দেশের অন্যতম বৃহত্তম খাদ্য অর্ডার এবং ডেলিভারি প্ল্যাটফর্ম হল সুইগি। এই অ্যাপের মাধ্যমে যেমন দ্রুত আপনার অর্ডার করা পছন্দের খাবার ডেলিভারি পাওয়া যায়, তেমনই এই অ্যাপের মাধ্যমে আপনি মদও বাড়িতে বসে পেয়ে যাবেন। প্রধানত ২০২০ সালে করোনার সময় ভিড় এড়াতে এই অ্যাপ মদ পরিষেবা দেওয়া শুরু করে। এই অ্যাপ খুচরা বিক্রেতাদের সঙ্গে যুক্ত হয়ে বয়স যাচাই করা থেকে শুরু করে ‘ওয়াইন শপ’ বিভাগের মাধ্যমে মদের বিভাগ অ্যাক্সেস করতে পারবেন ক্রেতা।

img 20230509 130158

ডোজ অ্যাপ (Doss)- ২০২২ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এই অ্যাপ থেকে আপনি ৩০০ টিরও বেশি সংগ্রহের থেকে নিজের পছন্দ মতো মদ বেছে নিতে পারবেন। এই অ্যাপ মাত্র ১ ঘণ্টাতেই আপনার বাড়িতে পৌঁছে দেবে আপনার পছন্দের মদ।

img 20230509 130641

স্পেন্সারস রিটেল (Spencer’s Retail)- বহু বছর ধরে মদের হোম ডেলিভারি দিয়ে আসছে স্পেন্সারস রিটেল। এখানে আপনি বাড়িতে বসেই খুব সহজেই অর্ডার করা মদ পেয়ে যাবেন।

img 20230509 130628

লিকুইসিপ (LIQUEsip)- এই অ্যাপের সাহায্যে সাধারণ বিয়ার, ওয়াইন, রাম এবং হুইস্কি ছাড়াও বিভিন্ন ধরণের শ্যাম্পেন, ব্র্যান্ডি এবং জিন সহ যেকোন স্ন্যাকসও অর্ডার করতে পারবেন। তবে জানা গিয়েছে, এই অ্যাপটি বর্তমানে চাহিদার কারণে পশ্চিমবঙ্গের অন্যান্য অংশেও মদ সরবরাহ শুরু করবে।