দেখুন বিশ্বের দীর্ঘতম ট্রেন রুট সম্পর্কে ১৬ নদী ও ৮৬ টি শহর অতিক্রম করে সম্পূর্ণ করে গন্তব্য

বিশ্বের দীর্ঘতম ট্রেন রুট সম্পর্কে ১৬ নদী ও ৮৬ টি শহর

বর্তমানে অনেকেই ট্রেন পথে যাতায়াত করে থাকেন। রেল ব্যাবস্থা ভারতের যাতায়াতের অন্যতম মাধ্যম। প্রসঙ্গত, ভারতের সবচেয়ে দীর্ঘতম রুটের (India’s Longest Train Route) নাম হলো আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী (Dibrugarh to Kanyakumari)। এই রুটে বিবেক এক্সপ্রেস চলাচল করে। এই রুটটি সম্পন্ন করতে সময় লাগে ৮০ ঘন্টা ১৫ মিনিট অর্থাৎ ৩ দিনের বেশি। তবে জানেন কি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ট্রেন রুট (World Longest Train Route) কোনটি? কত সময় লাগে রুটটি সম্পন্ন করতে। চলুন বিস্তারিত জেনে নিন।

Longest Train

বিশ্বের দীর্ঘতম ট্রেন রুট হলো মস্কো থেকে পিয়ংইয়ং রুট (Moscow to Pyongyang)। এক দু দিনে এই রুটের ট্রেন যাত্রা শেষ হয় না। সময় লাগে এক সপ্তাহ পর্যন্ত। রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং পর্যন্ত এই ট্রেন চলাচল করে। যেখানে সময় লাগে ৭ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট। এই ট্রেন যাত্রা পৃথিবীর দীর্ঘতম ট্রেন যাত্রা হিসাবে গন্য হয়।

মস্কো থেকে পিয়ংইয়ং শহর পর্যন্ত এই ট্রেন রুটটি প্রায় ১০,২১৪ কিলোমিটার। এই রুটে ট্রান্স সাইবেরিয়ান (Trans–Siberian Railway) ট্রেন চলাচল করে। যাত্রা পথে মোট ১৩টি নদী ও ৮৬টি শহরের মধ্যে দিয়ে ট্রেনটি যায়। তবে এই দীর্ঘ রুটের ট্রেনে চেপে যাত্রীরা একটুও বিরক্ত হয় না। কেননা যাত্রা পথে প্রাকৃতিক সৌন্দর্য যাত্রীদের মন ভালো করে দেয়। যাত্রা পথে পরে পাহাড় বন নদ-নদী, শহর ইত্যাদি।

Train

১৯১৬ সালে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে যাত্রা শুরু করে। এছাড়া এখানে রয়েছে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেলরুটও (World Second Largest Train Route)। যা রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার ভালাদিভোস্টক পর্যন্ত চলাচল করে। মাসে দুই বার এই রুটে ট্রেন চলাচল করে। উত্তর কোরিয়া থেকে ট্রেন ছাড়ে এবং রাশিয়া পৌঁছায়। ভালাদিভোস্টক টার্মিনাসে গিয়েই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে শেষ হয়েছে।

Longest